Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মার্কিন সংস্থার সমীক্ষায় জনপ্রিয়তায় এগিয়ে মোদী
সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, আর্থিক অবস্থাকে ‘খুব ভালো’ বলেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক। গত তিন বছরে এই হার তিনগুণ বেড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে চালানো এই সমীক্ষায় জনপ্রিয়তার নিরিখে ৮৮ শতাংশের পছন্দ মোদী।
মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষার ফলাফল অনুসারে ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র। সমীক্ষায় সারা ভারতের মোট ২,৪৬৪ জনের মতামত গ্রহণ করা হয়।
পিউ জানিয়েছে, দেশের আর্থিক অবস্থা সম্পর্কে ‘সন্তুষ্টি’ মোদীর এই জনপ্রিয়তা বজায় থাকার অন্যতম প্রধান কারণ। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতি ১০ জনের মধ্যে ৮ জন বলেছেন,দেশের আর্থিক অবস্থা ‘ভালো’। আর্থিক অবস্থায় এই ‘সন্তুষ্টি’র হার ২০১৪-র লোকসভা নির্বাচনের আগের থেকে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দ্বিতীয় স্থানে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (৫৮ শতাংশ)। এরপর রয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী (৫৭ শতাংশ), আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবাল (৩৯ শতাংশ)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -