✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বুরারি হত্যাকাণ্ড:বাড়ির দেওয়ালে লাগানো রহস্যজনক ১১টি পাইপ, হাতে লেখা নোট ঘিরে চাঞ্চল্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  02 Jul 2018 12:54 PM (IST)
1

এখন হাতে লেখা এই নোটের সূত্র ধরেই এই মৃত্যুরহস্যের তদন্তে এগোচ্ছে পুলিশ

2

রাত ১২ থেকে ১-র মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে এই কাজটি শুরুর আগে যজ্ঞ করতে হবে।

3

এই পুরো প্রক্রিয়ায় যে যত বেশি একনিষ্ঠতা দেখাতে পারবে, ফল ততই ভাল হবে।

4

হাত দুটো শক্ত করে বেঁধে রাখতে হবে। যদি সামান্য কাপড়ও বেঁচে যায়, তাহলে সেটা দিয়ে চোখ বেঁধে রাখতে হবে।

5

বাড়ির বৃদ্ধা মহিলা যদি নিজের পায়ে না দাঁড়াতে পারেন, তাহলে তাঁকে পাশের ঘরে ঘুমতে পাঠিয়ে দিতে হবে।বাড়ির মধ্যে হাল্কা আলো জ্বালাতে হবে।

6

দিল্লির বুরারিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এবার আসছে তন্ত্র-মন্ত্রের প্রভাবের কথা। বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে হাতে লেখা নোট। যেখানে লেখা রয়েছে কিছু ধার্মিক রীতির কথা।

7

মুখ, চোখ এবং হাত বাঁধতে হবে খুব শক্ত করে। কিছু দেখা যাওয়া চলবে না। দড়ি ছাড়াও শাড়ি ও ওড়না ব্যবহারের নির্দেশও দেওয়া ছিল।

8

যদিও মৃতদের বাড়ির আত্মীয়দের দাবি, তাঁর পরিবারের লোকেরা ধার্মিক হলেও, কুসংস্কারগ্রস্থ ছিলেন না। রবিবার বুরারির এক বাড়ি থেকে ৭ জন মহিলা এবং চারজন পুরুষকে মুখ ও হাত বাঁধা এবং ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

9

শুধু নিয়মকানন নয়, সঙ্গে বাড়ির বাইরের দেওয়াল থেকে ১১টি রহস্যজনক পাইপ উদ্ধার হয়েছে। সেই পাইপের মধ্যে ৪টি সোজা থাকলেও, সাতটির মুখ নামানো অবস্থায় পাওয়া গিয়েছে।

10

যে নোট পুলিশ উদ্ধার করেছে, সেখানে লেখা ছিল বৃহস্পতিবার অথবা রবিবার নির্বাচন করতে হবে এই কাজটি করার জন্যে

11

তদন্ত করে পুলিশ জানতে পেরেছে ২০১৭ সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ১০টি কঠোর নিয়মের মধ্যে দিয়ে গিয়েছে এই পরিবার।

12

পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে একটি বিষয় নিশ্চিত এই মৃত্যুগুলো পূর্ব-পরিকল্পিত।

13

মৃত্যুর সাতদিন আগে থেকে বিভিন্ন নিয়ম মানা শুরু করতে হবে। এরমধ্যে যদি অশরীরী শক্তি ভর করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে হবে

  • হোম
  • India-news
  • ভারত
  • বুরারি হত্যাকাণ্ড:বাড়ির দেওয়ালে লাগানো রহস্যজনক ১১টি পাইপ, হাতে লেখা নোট ঘিরে চাঞ্চল্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.