ছবিতে দেখুন: ২০ টাকার নতুন নোট, দৃষ্টিহীনদের জন্য রয়েছে বিশেষ ফিচার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2019 04:33 PM (IST)
1
দৃষ্টিহীনদেরও জন্য রয়েছে বিশেষ ফিচার।
2
সঙ্গে ১৫০তম গাঁধী জয়ন্তীকে মাথায় রেখে স্বচ্ছ ভারতের উল্লেখ করা হয়েছে এই নতুন ২০ টাকার নোটে।
3
নোটের পিছনে রাখা হয়েছে ঐতিহাসিক ইলোরার গুহাচিত্রের ছবি।
4
পুরনো নোটের মতো লাল খয়েরি রঙের মিশ্রণ নতুন নোটে নেই। বরং হলুদ সবুজের মিশ্রণ রয়েছে নতুন ২০ টাকার নোটে।
5
নতুন ২০ টাকার নোট প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। পুরনো ২০ টাকার নোটের তুলনায় এই নোট আকারে অনেকটাই ছোট। রং আলাদা। এই নোটও মহাত্মা গাঁধী সিরিজের অন্তর্ভুক্ত। এই বছরই এই নোটের নকশা করা হয়েছে।