কেরল জুড়ে নিপা আতঙ্ক, বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের জন্যে কতটা নিরাপদ এই রাজ্য, জেনে নিন
এরমধ্যেই কেরলের কোঝিকোড় এবং মালাপুরাম জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক আরও ১৯।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেরল জুড়ে এখন নিপা ভাইরাসের আতঙ্ক। ভগবানের দেশ বলে পরিচিত কেরল পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় ভ্রমণকেন্দ্র। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কতটা নিরাপদ কেরল, কী বলছে সেখানকার প্রশাসন
রাজ্যের স্বাস্থ্য সচিব রাজীব সদানন্দন জানিয়েছেন, আগামীকাল সেখানে একটি সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করতে।
কেরল যাওয়া যেতেই পারে বেড়াতে। কিন্তু সেখানকার রাজ্য সরকার উত্তর কেরলের চারটি জায়গা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে আপাতত। সেই চার জায়গার মধ্যে রয়েছে কোঝিকোড়, মালাপুরাম, ওয়েনাড এবং কান্নুর।
ওই সমস্ত ভ্রমণ সংস্থার দাবি, নিপা ছড়িয়েছে উত্তর কেরলে। পর্যটকরা মূলত আসে দক্ষিণ কেরলে। তবে যেহেতু এটা গরমের সময়, তাই এই সময় পর্যটক খুব একটা এখানে আসে না।
বিভিন্ন পর্যটন সংস্থার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কেরলে ঘুরতে আসার পরিকল্পনা থাকলেও, কেউ সেভাবে বাতিল করেননি। পরিস্থিতি জানতে চাইছেন পর্যটকরা।
নিপা আক্রান্ত এলাকাগুলো হল চানগারোথ, কুরাচুঁদ, কট্টুর, চেরুভান্নুর, চেকিয়াদচাক্কিটাপাড়া এবং ওলাভানা।
এদিকে কোঝিকোড়, যেখানে মৃত্যুর হার সবচেয়ে বেশি, সেখানে আপাতত সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং সামার ক্যাম্প বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা শাসক।
একজন নিপা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ওয়েনাড জেলাতেও। প্রত্যেকেরই বিভিন্ন হাসপাতালে চিকিতসা চলছে। তৈরি করা হয়েছে আলাদা করে নিপা আক্রান্তদের রাখার ওয়ার্ডও
- - - - - - - - - Advertisement - - - - - - - - -