Live updates: ৩৭০ ধারা রদের জের: ১৫ আগস্ট ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত পাকিস্তানের, ভারতের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার বার্তা

বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিরাপত্তা পরিষদ সহ রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে ‘দ্বিপাক্ষিক বোঝাপড়া, ব্যবস্থা’ খতিয়ে দেখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এনএসসি-র বৈঠকে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Aug 2019 11:45 PM
জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ করা এবং তার পরবর্তী উত্তেজনা ঘিরে এবার দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে সতর্কতা জারি করা হল। যে সংস্থা দেশের সমস্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সেই বিসিএএস সমস্ত রাজ্য সরকারকে নির্দেশিকা জারি করে সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে বলেছে।
ভারত সরকারের জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্তকে সমর্থন জানাল মলদ্বীপ। মলদ্বীপ জানিয়েছে, প্রত্যেক দেশেরই অধিকার রয়েছে প্রয়োজন অনুযায়ী আইন ও সংবিধান সংশোদন করার। মলদ্বীপ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা মনে করি ৩৭০ ধারা রদ করা নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত নিতান্তই অভ্যন্তরীণ বিষয়। প্রত্যেক দেশেরই অধিকার রয়েছে আইন ও সংবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধন করার।'
ইসলামাবাদের খবর, আজ পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনের ভাষণে পাকিস্তানের ফেডেরালমন্ত্রী ফওয়াদ চৌধুরি জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার জন্য ভারতের সঙ্গে তাঁর দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে সওয়াল করে বলেন, কেন ভারতীয় রাষ্ট্রদূত এখানে আছেন, কেন আমরা কূটনৈতিক সম্পর্ক ভেঙে দিচ্ছি না। দুটো দেশের মধ্যে যখন কূটনীতিই নেই, তখন আমাদের দূত ওখানে (ভারত) কী করছেন! কেন কূটনীতিকদের পিছনে অর্থব্যয় হচ্ছে? কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাই উচিত। যদিও তিনি একইসঙ্গে ভাল মানুষ বলে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার প্রশংসা করে ভারত সরকারের তীব্র নিন্দা করেন।
পাকিস্তানের ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের সিদ্ধান্তের সমালোচনা করে কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ বললেন, ওদের এই পদক্ষেপে দূরদৃষ্টির অভাব রয়েছে। স্বল্পকালীন সিদ্ধান্ত এটা। নয়াদিল্লিকে ইউপিএ জমানার বিদেশমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখনকার সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা জরুরি। পাকিস্তানের সিদ্ধান্ত খুবই সংকীর্ণ দৃষ্টির। ভারতের ওপর এর কোনও প্রভাব পড়বে না।
জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সৌদির যুবরাজ প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গেও কথা বলেন ইমরান খান। তাঁকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরবর্তী পরিস্থিতি নিয়ে ‘অবহিত করেন’ পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানি ও সৌদি মিডিয়ার এমনই খবর। পাকিস্তান, সৌদি আরবের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পাকিস্তানকে সাম্প্রতিক আর্থিক সঙ্কট মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অর্থবলে বলিয়ান সৌদি আরব।
বৃহস্পতিবার শ্রীনগর যাচ্ছেন রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবি আজাদ। তিনি সেখানে প্রদেশ কংগ্রেস দপ্তরে কাশ্মীরের দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন।
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করল পাকিস্তান। পাল্টা নয়াদিল্লিতে নিযুক্ত নিজেদের হাই কমিশনার মইন-উল-হককেও ফিরিয়ে নিচ্ছে তারা। বিসারিয়া বর্তমানে ইসলামাবাদে আছেন, মইন-উল এখনও নয়াদিল্লিতে দায়িত্বই বুঝে নিতে পারেননি।
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের পাল্টা ইসলামাবাদে ভারতীয় হাইকমিশারকে বহিষ্কার করতে চলেছে পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ঘোষণা করেছেন, আমরা দিল্লি থেকে আমাদের দূতকে তুলে নিয়ে ওদের দূতকেও ফেরত্ পাঠাচ্ছি।

প্রেক্ষাপট

ইসলামাবাদ: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাল্টা বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা পাকিস্তানের। পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর নামিয়ে আনার সিদ্ধান্তও নিল তারা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে দেওয়ার পথেই পাকিস্তান এগোচ্ছে বলে খবর। ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের পৌরহিত্যে ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি)-র গুরুত্বপূর্ণ বৈঠকে গৃহীত হয়েছে এই কঠিন সিদ্ধান্ত। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ সামরিক, অসামরিক নেতৃত্ব। পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয় এই সিদ্ধান্তের কথা।
বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিরাপত্তা পরিষদ সহ রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে ‘দ্বিপাক্ষিক বোঝাপড়া, ব্যবস্থা’ খতিয়ে দেখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এনএসসি-র বৈঠকে।
ভারত সরকার গত সোমবার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার রক্ষাকবচ হিসাবে বহু বছর থেকে চালু থাকা ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি গোটা রাজ্যকে জম্মু ও কাশ্মীর ও লাদাখ, দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পাকিস্তানের দাবি, নয়াদিল্লির এহেন ‘একতরফা’, ‘বেআইনি’ পদক্ষেপের জবাবেই তারা এই পথে হাঁটছে।
আজ ইমরানের সভাপতিত্বে বৈঠকে ভারত সরকারের ‘একপেশে, অবৈধ কাজকর্মে’র ফলে উদ্ভূত জম্মু ও কাশ্মীরের ভিতরের ও নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আলোচনা হয়। সেখানেই ঠিক হয়, দুদেশের কূটনৈতিক সম্পর্কের স্তর লঘু করা হবে, পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধ রাখা হবে। ভারতের সঙ্গে যাবতীয় ‘দ্বিপাক্ষিক বোঝাপড়া’ও রিভিউ করা হবে। পাশাপাশি ভারতের স্বাধীনতা দিবস অর্থাত্ ১৫ আগস্ট দিনটিকেও কালা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের এনএসসি। পাক নেতৃত্ব জানিয়েছে, এবারের ১৪ আগস্ট অর্থাত্ পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন কাশ্মীরীদের সঙ্গে সহমর্মিতা পালন করা হবে। ভারত বরাবর বলে আসছে, জম্মু ও কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.