বড় স্ক্রিন ভিউ সহ প্যানাসোনিক সুলভ দামে নিয়ে এল স্মার্টফোন পি ১০১
পি ১০১ ফোনের সঙ্গে আইডিয়া-র ৬০ জিবি ডেটা উপলব্ধ, যা নয়া ও পুরানো-উভয় গ্রাহকরাই পাবেন।
পি ১০১-এ দেওয়া হয়েছে ২ জিবি র্যাম। রয়েছে ১৬ জিবি ইন্টারন্যাল মেমোরি, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এই স্মার্টফোনে রয়েছে ১.৩ গিগাহার্টর্জ কোয়াডকোর প্রোসেসর। এতে রয়েছে ২,৫০০ এমএএইচ ব্যাটারি।
প্যানাসনিক ইন্ডিয়ার বিজনেস হেড (মোবিলিটি সেকশন) পঙ্কজ রানা বলেছেন, পি ১০১-এ অতিরিক্ত ফিচার্স রয়েছে। এগুলির মধ্যে রয়েছে মাল্টি-মোড ক্যামেরা, স্মার্ট অ্যাকশন এবং স্মার্ট গেসচার্স।
এক নজরে দেখে নেওয়া যাক, এই ফোনের বিভিন্ন স্পেশিফিকেশন। প্যানাসনিকের এই স্মার্টফোনে রয়েছে ৫.৪৫ ইঞ্চির 2.5D কার্ভড স্ক্রিন, অ্যান্ড্রয়েড 7.1 নুগা অপারেটিং সিস্টেম এবং দুদিকেই ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এই স্মার্টফোনের স্ক্রিন রেশিও ১৮:৯ এবং এর দাম ৬,৯৯৯ টাকা। এটি একটি ডুয়েল সিমেপ ভিওএলটিই স্মার্টফোন।
বিগ ভিউ স্ক্রিন ডিজাইন রেঞ্জের বিস্তার ঘটিয়ে প্যানাসনিক ইন্ডিয়া সুলভ দামে তাদের নয়া স্মার্টফোন পি ১০১ বাজারে এনেছে।