নয়াদিল্লি: সোমবার কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছেড়েছিলেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওন্ত। আজ তাঁর ইস্তফাপত্রগ্রহণ করেন রাষ্ট্রপতি কোবিন্দ।
সোমবার দিনভর ঘটনাপ্রবাহে এনসিপির হাত ধরার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল মহারাষ্ট্রে। দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ ভুলে শিবসেনাকে সরকার গড়ার ব্যাপারে সমর্থন দেবে কংগ্রেস-এনসিপি, এটা একপ্রকার সুনিশ্চিত হয়ে গিয়েছিল। এনসিপি শর্ত দিয়েছিল, এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে হবে শিবসেনাকে। সেই শর্ত মেনে সকাল ১১টায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করে শিবসেনার একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ সাবন্ত জানান, ভারী শিল্পমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন তিনি।
সাবন্তের ছেড়ে দেওয়া মন্ত্রকের দায়িত্ব ‘অ্যাডিশনাল চার্জ’ হিসেবে দেওয়া হচ্ছে পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকরকে।