কথা রাখলেন রাহুল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তাঁর জাপানি মার্শাল আর্ট আইকিডো অনুশীলনের ছবি
বক্সার বিজেন্দ্র তখন রাহুলকে তাঁর খেলার ভিডিও লোকজনকে অনুপ্রাণিত করতে পোস্ট করার কথা বলেন। এর উত্তরে রাহুল জানান, তিনি তা করবেন। সেই কথা রাখলেন রাহুল। রাহুলের আইকিডো অনুশীলনের ছবিটিতে অনেক লাইক পড়েছে। রি-ট্যুইটও হয়েছে। (সমস্ত ছবিগুলি কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া)
অলিম্পিকে মেডেল জয়ী বিজেন্দ্র সিংহ ওই বিজনেস ইভেন্টে বলেন, নেতাদের খুব কমই খেলায় যোগ দিতে বা প্রচার করতে দেখা যায়। এর জবাবে রাহুল বলেছিলেন, আমি আইকিডোতে ব্ল্যাক বেল্ট..কিন্তু আমি প্রকাশ্যে এসব বলি না। আমি প্রতিদিন ঘন্টাখানের খেলাধূলো করি। তবে স্বীকার করছি, গত তিন-মাস খুব একটা খেলার সুযোগ পাইনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই স্পোর্টস ডেভেলপমেন্টের একটি অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে রাহুল জানান যে তিনি আইকিডোতে ব্ল্যাক বেল্ট।
সোশ্যাল মিডিয়ায় রাহুল গাঁধীর আইকোডো স্ট্যান্স। ৪৭ বছরের রাহুলের জাপানি মার্শাল আর্ট আইকিডো অনুশীলনের বিভিন্ন মুদ্রার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল কংগ্রেস ও অভিনেতা থেকে রাজনৈতিক নেত্রী হয়ে ওঠা দিব্যা স্পন্দনা। ছবিতে তাঁর প্রশিক্ষক পরিতোষ করের সঙ্গে অনুশীলন করতে দেখা যাচ্ছে রাহুলকে।