জিও-র নয়া ডাবল ধামাকা অফার, এবার প্রতিদিন ১.৫ জিবি বেশি ডেটা, অফার সম্পর্কে বিস্তারিত তথ্য
রিলায়েন্স জিও তাদের প্রিপেড ব্যবহারকারীদের জন্য নিয়ে এল নয়া ডাবল ধামাকা অফার। এই সীমিত সময়ের অফারে কোম্পানি তাদের সমস্ত প্ল্যানের গ্রাহকদেরই অতিরিক্ত ডেটা দিচ্ছে। ১২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই অফারের সুবিধা পেতে পারবেন গ্রাহকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও জিও তাদের ৩০০ টাকার ওপরের সমস্ত ট্যারিফ প্ল্যানেই ১০০ টাকার ছাড় দেওয়ার ঘোষণা করেছে। মাই জিও অ্যাপ থেকে ফোনপে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে।
৭৯৯ টাকার প্ল্যানে দিনে ৫ জিবি ডেটা দেওয়া হবে।
জিও-র ২৯৯ টাকার প্ল্যানে এমনিতে রয়েছে দিনে ১.৫ জিবি ডেটা। এখন তা বেড়ে হবে দিনে ৩ জিবি।
৫০৯ টাকার প্ল্যানে এখন দিনে ৫.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা ২৮দিন।
৪৯৮ টাকার প্ল্যানে এখন মিলবে দিনে ৩.৫ জিবি ডেটা। প্ল্যানটির বৈধতা ৯১ দিন।
৪৪৯ টাকার প্ল্যানে এখন দিনে ৩ জিবি ডেটা দেওয়া হবে। এমনতি এই প্ল্যানে রয়েছে দিনে ১.৫ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড কল, দৈনিক ১০০ মেসেজ। বৈধতা ৯১ দিন।
৪৪৮ টাকার প্ল্যানে এখন দিনে ৩.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এমনিতে এই প্ল্যানে পাওয়া যায় দিনে ২ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড কল। বৈধতা ৮৪ দিন।
৩৯৯ টাকার প্ল্যানে এখন দিনে ৩ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে এমনিতে ১.৫ জিবি ডেটা দেওয়া হয়। সঙ্গে আনলিমিডেট কল। বৈধতা ৮৪ দিন।
৩৯৮ টাকার প্ল্যানে এখন দিনে ৩.৫ জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল্যানে এমনিতে রয়েছে দিনে ২ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড কল। বৈধতা ৭০ দিন।
৩৪৯ টাকার প্ল্যানে এখন পাওয়া যাবে দিনে ৩ জিবি ডেটা। সঙ্গে দিনে ১০০ মেসেজ, আনলিমি়টেড কল, বৈধতা ৭০ দিন। এমনিতে এই প্ল্যানে দিনে ১.৫ জিবি ডেটা দেওয়া হয়।
২৯৯ টাকার প্ল্যানে এখন দৈনিক ৪.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এমনিতেই এই প্ল্যানে দিনে ৩ জিবি ডেটা রয়েছে। বৈধতা ২৮ দিন।
১৯৮ টাকার প্ল্যানে এই সময় পর্বে দৈনিক ৩.৩ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল। বৈধতা ২৮ দিনের।
অফার অনুযায়ী, ১৪৯ টাকার রিজার্জে এখন দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে এমনিতে দিনে ১.৫ জিবি করে ডেটা দেওয়া হয়। সঙ্গে ১০০ মেসেজ, আনলিমিডেট কল, বৈধতা ২৮ দিনের।
এয়ারটেলকে টেক্কা দিতে জিও তাদের সমস্ত প্ল্যানে উল্লিখিত সময়পর্ব পর্যন্ত দৈনিক ১.৫ জিবি অতিরিক্ত ডেটা দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -