২০১৫-র আইএএস টপার টিনা ডাবির কথা মনে পড়ে? আইএএস দ্বিতীয় স্থানাধিকারী আতাহার আমির খানকে বিয়ে করলেন
পরে ২০১৫ সালে তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পাস করে যান।
আমির ২০১৪ সালে প্রথমবার ইন্ডিয়ান সিভিল সার্ভিস দিয়ে রেলে চাকরি পান।
তিনি ৫২ শতাংশ নম্বর পেয়েছিলেন।
দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর দলিত পরিবারের সন্তান হিসেবে প্রথমবার দিয়েই আইএএস পরীক্ষায় উর্ত্তীণ হন টিনা।
রবিবার অনন্তনাগের মাট্টানে পাত্রপক্ষের পরিবারের তরফে একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়।
দিল্লিতে প্রশিক্ষণ-পর্ব চলাকালেই টিনা-আমির প্রেম জমে ওঠে।
টিনা ছিলেন রাজস্থান ক্যাডারের অফিসার, আমির ছিলেন কাশ্মীরের ছেলে। বর্তমানে টিনা আজমেঢ়ে রয়েছেন। শনিবার পহেলগামে চার হাত এক হল। পহেলগাম ক্লাবে সেই বিবাহবাসরে হাজির ছিলেন পাত্র ও পাত্রিপক্ষের বাড়ির আত্মীয়স্বজনরা।
২০১৫ সালে আইএএস টপার হয়েছিলেন দলিত-কন্যা টিনা ডাবি। সেই বছরই ওই পরীক্ষাতে দ্বিতীয় স্থান পান আথার আমির খান।