নয়া ফিচার সহ আজ বাজারে Samsung Galaxy J2-র নয়া ভার্সান
ফোনটিতে রয়েছে 2600 এমএএইচ ব্যাটারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফোনটিতে রয়েছে কোয়াডকোর 1.4 GHz কোরটেক্স এ ৫৩ প্রোসেসর। RAM ১.৫ জিবি।
এবার আসা যাক স্পেশিফিকেশনের দিকটিতে। এই ফোনে রয়েছে পাঁচ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আট মেগাপিক্সেল রিয়ার ও পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই রয়েছে এলইডি ফ্ল্যাশ।
স্যামসাং ইন্ডিয়ার মোবাইল বিজনেস ডায়রেক্টর সুমিত বালিয়া বলেছেন, স্যামসাং মল এআই০এর প্রয়োগ করে ডিসপ্লে সার্চের সঙ্গে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের পদ্ধতির বিরাট পরিবর্তন আনবে।
কোম্পানির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'স্যামসাং মল' মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ।আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং মেশিন লার্নি (এমএল)-র প্রয়োগের মাধ্যমে গ্রাহকরা তাঁদের পছন্দের সামগ্রীর ছবিতে ক্লিক করে অনলাইন শপিং করতে পারবেন।
উল্লেখ্য, স্যামসাংয়ের এই নয়া ফিচার মেক ইন্ডিয়া উদ্যোগের অঙ্গ হিসেবে স্মার্টফোন ব্যবহারকারীদের এই নয়া ফিচার আনা হয়েছে। এই স্মার্টফোনের দাম ৮,১৯০ টাকা।
কোম্পানি সূত্রের খবর, তাদের নয়া স্মার্টফোন 'গ্যালাক্সি জে ২ ২০১৮' ২৭ এপ্রিল থেকে 'স্যামসাং মল'-এর নয়া ফিচার সহ পাওয়া যাবে।
আজ বাজারে আসছে 'স্যামসাঙ গ্যালাক্সি জে ২ ২০১৮'-র নয়া ভার্সান। সঙ্গে নয়া ফিচার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -