পাস করতে পরীক্ষার খাতায় শায়েরি লিখল পড়ুয়া
এক পরীক্ষার্থী লিখেছে, স্যার দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমার বাবা-মার মনে হয়েছে, আমি পরীক্ষায় পাস করতে পারব না। এটা আমার ওপর ভীষণ বোঝা হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি আমাকে পাস করিয়ে দেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব।
শুধু একজন নয়। আরও কয়েকজন পরীক্ষার্থী এমনই শীল্পি-সত্ত্বার পরিচয় দিয়েছে। যা শুনলে আপনি চমকে উঠবেন। এক পরীক্ষার্থী তো পাস করানোর পরিবর্তে পরীক্ষককে পার্টি দেওয়ার কথাও জানিয়েছে।
এটি হরিয়ানার গুরুগ্রামের এক পরীক্ষার্থীর খাতা। পরীক্ষার খাতায় পরীক্ষার্থী সুন্দর একটি শায়েরি লিখেছে।
এমনই একটি ঘটনা ঘটেছে হরিয়ানাতে। তবে, এবার ওই পরীক্ষার্থী পাস হওয়ার জন্য কোনও প্রার্থনা বা সুপারিশ করেনি। সেই জায়গায় ওই পরীক্ষার্থী একটি সুন্দর শায়েরি লিখে পরীক্ষকের মন জয় করার চেষ্টা করেছে।
পরীক্ষায় পাস করতে পরীক্ষার্থীরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে থাকে। যেমন, কেউ কেউ খাতার মধ্যে পরীক্ষকের উদ্দেশ্যে সুপারিশ করে। আবার কেউ কেউ তো সরাসরি খাতার মধ্যে ১০০ থেকে ২০০ টাকা রেখে দেয়।