Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
'খেলো মগর পেয়ার সে', ইস নবরাত্রি, গুজরাতে সানির কন্ডোমের বিজ্ঞাপনে বিতর্কের ঝড়
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলও আগে বলেছ়েন, নবরাত্রির পরের মাসগুলোয় বেড়ে যায় গর্ভপাতের সংখ্যা। একটি রিপোর্টে প্রকাশ, নবরাত্রির মরসুমে কন্ডোমের বিক্রি নাকি ৩০ শতাংশ বেশি হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসানির কন্ডোমের বিজ্ঞাপনে বিতর্ক নিয়ে ট্যুইটারেও চলছে রঙ্গতামাসা। নবরাত্রির পর নাকি গর্ভপাত বেড়ে যায়, তাই কন্ডোমের বাজার ধরার সঠিক সময় এটা, কেউ কেউ ট্যুইট করেছে।
ব্যবসায়ী সংগঠনটির আরও দাবি, যে সেলেব্রিটিরা পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন, তাঁদের জন্যও সুনির্দিষ্ট আচরণবিধি তৈরি করতে হবে সরকারকে। চিঠিতে সংসদে পাশ হওয়ার অপেক্ষায় থাকা ক্রেতাসুরক্ষা বিলের কথাও বলা হয়েছে। বণিক গোষ্ঠীটির মত, দ্রুত বিলটি সংসদে ছাড়পত্র পাওয়া উচিত, তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসাডরদেরও আইনের পরিধির মধ্যে চলে আসবেন।
এও বলা হয়েছে, এটা 'আমাদের যাবতীয় সাংস্কৃতিক মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে পণ্যের বিক্রি বাড়ানোর এক অপরিণত, নির্লজ্জ দায়িত্বজ্ঞানহীন কৌশল'। বিজ্ঞাপনটি অবিলম্বে খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নিষিদ্ধ করতে বলা হোক, বিজ্ঞাপনের নির্মাতা ও ব্র্যান্ড অ্যাম্বাসাডারের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষামন্ত্রী রামবিলাস পাসোয়ানকে চিঠি দিয়ে বিজ্ঞাপনটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনের জাতীয় সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়ালের সই করা চিঠিতে সানিকে 'দায়িত্বজ্ঞানহীন' বলা হয়েছে, তিনি 'নবরাত্রির মতো শুদ্ধ, পবিত্র ধর্মীয় পরব সত্ত্বেও পয়সা কামানোর জন্য যে কোনও স্তরে নামতে পারেন' বলেও অভিযোগ করা হয়েছে।\
নয়াদিল্লি: সানি লিওনের ওপর প্রচণ্ড খাপ্পা সর্বভারতীয় ব্যবসায়ী সমিতি। ম্যানকাইন্ড কোম্পানি গুজরাতজুড়ে তাদের কন্ডোমের বিজ্ঞাপনের হোর্ডিং লাগিয়েছে। বিজ্ঞাপনে রয়েছে নবরাত্রির উল্লেখ, সঙ্গে সানির ছবি। বিজ্ঞাপনে লেখা রয়েছে 'খেলো মগর পেয়ার সে, দিস নবরাত্রি'। এতে খুব চটেছে রক্ষণশীল লোকজন। ভারতীয় মূল্যবোধ, সংস্কার-কে ইস্যু করে সানিকে কাঠগড়ায় তোলা হয়েছে এক্ষেত্রেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -