Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভিওয়াণ্ডিতে বহুতলে ভয়াবহ আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2016 09:12 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মুম্বইয়ের কাছে ভিওয়াণ্ডিতে বহুতলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বহুতলের ছাদে অন্তত দেড়শো জনের আটকে থাকার আশঙ্কা। ভিওয়াণ্ডির কাশিমপুরা এলাকায় চারতলা বাড়িটির একতলায় একটি গুদামে প্রথমে আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলিতেও। বহুতলে প্রবেশ ও বেরোনোর পথ একটিই। সেটি কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।