Kolkata News : সাগর দত্ত থেকে বেহালা, তাণ্ডব পুলিশের সামনেই, কোথায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা?

Continues below advertisement

ABP Ananda LIVE : সামনে দাঁড়িয়ে ঊর্দিধারী পুলিশ, তবুও তাদের সামনে দাঁড়িয়েই তাণ্ডব চলছে।  এমন ঘটনায় আবারও প্রশ্নের ভ্রুকুটি ফেলেছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায়। যে দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।  তারপরেও মেলেনি জবাব।  সাগর দত্তের পর এবার বেহালা। আর জি কর কাণ্ডের পর চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে।  কিন্তু উত্তর মিলছে কি? এবার আবারও একবার সাগর দত্ত মেডিকেলের কথা মনে করিয়ে দিল বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভাঙচুর। রোগীমৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হয় এই হাসপাতালে।  জরুরি বিভাপ বিনষ্ট হয়। আবারও একবার প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। 

প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) মা। ফেসবুকে পোস্ট (Facebook Post) করে নিজেই সেকথা জানিয়েছেন অভিনেত্রী। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঋতুপর্ণার (Tollywood Actress) মা। সূত্রের খবর, অক্টোবর মাসের শেষদিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত। দিন ১৫ ছিলেন হাসপাতালে। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিসও। হয়েছিল ডায়ালিসিসও। এর আগেও হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু এবার আর বাড়ি ফেরা হল না। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানলেন অভিনেত্রীর মা। বিগত কয়েকদিন ধরে কলকাতাতেই ছিলেন ঋতুপর্ণা। হাসপাতালে সবসময়েই মায়ের সঙ্গে থেকেছেন তিনি। মাতৃহারা হয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সূত্রের খবর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্ত। বছরশেষে মাকে হারিয়ে শোকাহত অভিনেত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram