ডেবিট কার্ডে ট্রেনের টিকিট কাটলে অতিরিক্ত ছাড়, ঘোষণা রেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Mar 2018 06:42 PM (IST)
1
রেলমন্ত্রক জানিয়েছে, সরকারি লেনদেনের যে সুবিধা, তা জনতার কাছে পৌঁছনো উচিত।
2
এধরনের লেনদেন বৈধ সরকারি রিসিপ্ট হিসেবে গণ্য হবে। এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর দফতরের তরফে সকল ব্যাঙ্ককে নির্দেশিকা পাঠানো হয়েছে।
3
এই সুবিধা অনলাইন ও অফলাইন টিকিট কাটার উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।
4
রেল মন্ত্রক জানিয়েছে, ১ লক্ষ টাকার নীচে লেনদেন হলে কোনও এমডিআর লাগবে না।
5
রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে ডেবিট কার্ডের মাধ্যমে টিকিট কাটা হলে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আর দিতে হবে না। ফলে, টিকিটের মূল্য কমে যাবে।
6
ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট কেনার ক্ষেত্রে ক্যাশলেস ও কার্ডে লেনদেনকে আরও গুরুত্ব দিতে বিশেষ ছাড়ের ঘোষণা করল ভারতীয় রেল।