শ্রীনগর: উত্তর কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুজন জঙ্গি খতম হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে শ্রীনগর থেকে প্রায় ৫৫ কিমি দূরে লাওদারা গ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আজ সকালে মারা গিয়েছে আরেকজন।
পুলিশ সূত্রের খবর, সূত্র মারফত কিছু সন্ত্রাসবাদীর আত্মগোপন করে থাকার পাকা খবর পেয়ে ওই গ্রামে তল্লাসি অভিযানে যায় নিরাপত্তাবাহিনী। তাদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে পাল্টা গুলি চালায় বাহিনীও। গুলির লড়াইয়ে প্রাণ যায় এক জঙ্গির। নিহত সন্ত্রাসবাদীরা কোন গোষ্ঠীর ও তাদের পরিচয়, কিছুই জানায়নি প্রশাসন।
একটি সূত্রের অবশ্য দাবি, রবিবার বিকালে একজনের মৃত্যুর পর সোমবার সকালেই দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
কয়েক সপ্তাহ আগে তিন সন্ত্রাসবাদীকে অবন্তীপোরায় সংঘর্ষে খতম করে নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে ছিল আল কায়েদার সঙ্গে সম্পর্ক থাকা আনসার গাজওয়াত-উল হিন্দের কম্যান্ডার, জাকির মুসার উত্তরাধিকারী আবদুল হামিদ লেলহারি। জাকির মুসা নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হওয়ার পর এ বছরের জুনে লেলহারির নাম গাজওয়াত-উল-হিন্দের নতুন কম্যান্ডার হিসাবে ঘোষিত হয়।
পুলিশ বলেছিল, নাভিদ টাক, হামিদ লোন ওরফে হামিদ লেলহারি ও জুনেইদ ভাট নামে তিন নিহত জঙ্গি একাধিক সন্ত্রাস, অপরাধে যুক্ত ছিল। অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। মামলা দায়ের হয়েছে।
কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ খতম ২ সন্ত্রাসবাদী
Web Desk, ABP Ananda
Updated at:
11 Nov 2019 03:17 PM (IST)
কয়েক সপ্তাহ আগে তিন সন্ত্রাসবাদীকে অবন্তীপোরায় সংঘর্ষে খতম করে নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে ছিল আল কায়েদার সঙ্গে সম্পর্ক থাকা আনসার গাজওয়াত-উল হিন্দের কম্যান্ডার, জাকির মুসার উত্তরাধিকারী আবদুল হামিদ লেলহারি। জাকির মুসা নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হওয়ার পর এ বছরের জুনে লেলহারির নাম গাজওয়াত-উল-হিন্দের নতুন কম্যান্ডার হিসাবে ঘোষিত হয়।
india-news (india-news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -