১০ জিবি র্যাম সহ ভিভো নিয়ে আসছে তাদের প্রথম সম্পূর্ণ Bezel-Less স্মার্টফোন? ফাঁস হল ছবি
অনুমান করা হচ্ছে, এই স্মার্টফোনে ১০ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ থাকতে পারে। এর ডিসপ্লে ৪ কে প্রযুক্তির হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডিজাইন অনুসারে এটি অন্যান্য স্মার্টফোনের মতোই। তবে আগামী দিনগুলিতে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে।
এই স্মার্টফোনের ডিসপ্লে ছাড়া কোনও প্রকারের ফিচার, ডিজাইন এলিমেন্টস প্রকাশ করা হয়নি। জানা যায়নি, ওই ছবিগুলির মধ্যে কোনটি ভিভো এক্স ৩০ বা কোনটি ভিভো এক্সপ্লে ৭।
ওয়াকিবহাল মহল ওই স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলক সিস্টেম থাকার সম্ভাবনার কথা বলছেন। কিন্তু স্ক্রিনের ওপরের অংশে কোথাও ক্যামেরা স্পট দেখা যাচ্ছে না।
ফাঁস হওয়া ছবিগুলি ভালো করে দেখলে স্নার্টফোনটিতে ফ্রন্ট ক্যামেরা না থাকার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটিতে একটা বড় ফুল এইচডি ডিসপ্লে থাকার সম্ভাবনা। এর রেজোলিউশন 1080x2160 পিক্সেল হতে পারে।
কোম্পানি আগামী দিনে ভিভো এক্স ৩০ এবং ভিভো এক্সপ্লে ৭-এর মতো স্মার্টফোনে বেজেল-লেস প্রযুক্তির স্ক্রিন দিতে পারে। এই হ্যান্ডসেটের ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এই ছবিগুলিতে দেখা যাচ্ছে, স্মার্টফোনের স্ক্রিন সম্পূর্ণ বেজেল লেস। এ ধরনের ডিজাইনের বাজারে প্রথম স্মার্টফোন হতে পারে এটি। PlayfulDroid-এর পক্ষ থেকে ফাঁস করা এই ছবিতে দেখানো হয়েছে যে, ভিভো এই স্ক্রিন ডিজাইনের একটি ফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের জনপ্রিয় টেক কোম্পানি ভিভো আগামী দিনে ১০০ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সহ একটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।
মোবাইল হার্ডওয়্যারের ক্রমবিকাশশীল প্রযুক্তি স্পষ্টতই স্মার্টফোন দুনিয়ায় নয়া বিপ্লব নিয়ে এসেছে। বর্তমানে বেজেল লেস স্ক্রিনের মোবাইলের রমরমা। এই প্রযুক্তি বেশ কয়েকটি প্রথমসারির স্মার্টফোন উত্পাদক সংস্থা গ্রহণ করেছে এবং এর ভিত্তিতে স্মার্টফোন তৈরির কাজ শুরুও করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -