ভুয়ো খবর নিয়ন্ত্রণে নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, এক নজরে দেখব সেগুলো কী
ইদানিংকালে হোয়াটসঅ্যাপ খুললেই বিভিন্ন ধরনের খবরে ভরে থাকে সকলের ব্যক্তিগত প্রোফাইল।
কোনওটা লেখা, কোনওটা ভিডিও, কোনওটা আবার ছবির সঙ্গে লেখা দিয়ে পাঠানো হয়।
সেই খবরের সত্যতা যাচাই না করেই সেটা এক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী পাঠিয়ে দেন তাঁর কনট্যাক্ট তালিকায় থাকা অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে।
এভাবেই বিভিন্ন খবর ঘুরতে থাকে এবং শেষপর্যন্ত সোশ্যাল মিডিয়ার ভাষায় ভাইরাল হয়ে যায় সেই খবর।
অনেক সময়ই কোনও এলাকায় ঝামেলা হলে, দেশের কোথাও কোনও ঝামেলা হলে, না না উত্তেজক ম্যাসেজ ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে বেড়ে যায় হিংসা।
তাই কোথাও অশান্তি হলেই, আগে প্রশাসন এখন এলাকার বা কোনও জায়গার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।
সম্প্রতি ছেলেধরা বা বাচ্চা চুরি নিয়ে বেশ কিছু ম্যাসেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। সেই সন্দেহের বশে দেশের বিভিন্ন জায়গায় বহু লোককে পিটিয়ে পর্যন্ত মেরে ফেলা হয়।
খবর সংগ্রহে গেলে এবিপির প্রতিনিধিকেও ছেলেধরা ভাবা হয়। খবরের ভয়াবহতা এতটাই মারাত্মক হয়ে উঠেছিল।
এবার সেই ভুয়ো খবর নিয়ন্ত্রণেই ম্যাসেজিং অ্যাপ নিয়ে এল একটি বিশেষ ফিচার। যে কোনও খবর হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লেই, সেই ফিচার সম্মতি দিলে তবেই সেই খবর ভাইরাল হবে। না হলে খবর আটকে যাবে
এই ফিচার আনার আগে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি বিজ্ঞাপন দেয়। সেখানে বলা হয় একসঙ্গে কাজ করলে আমরা সকলে মিলে ভুয়ো খবর রোধ করতে পারব।
নতুন ফিচার আনা ছাড়াও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ প্রত্যেককে কয়েকটি নির্দেশ মেনে চলতে বলে। সেই নির্দেশ অনুযায়ী সমস্ত খবর ফরওয়ার্ড করার আগে যাচাই করতে হবে।
কোনও ছবি শেয়ার করার আগে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে
কোনও খবর নিয়ে যদি সন্দেহ থাকে, তাহলে যে ফরওয়ার্ড করেছে, তাঁকে প্রশ্ন করতে হবে
কোনও খবর অসত্য মনে হলে, সেটা কখনওই ফরওয়ার্ড করবেন না
ম্যাসেজের লিঙ্ক ভাল করে যাচাই করতে হবে
প্রসঙ্গত, ছেলে চুরি নিয়ে ভুয়ো খবর ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় সরকার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে সতর্ক করে।
এধরনের খবর ছড়ানো যদি হোয়াটসঅ্যাপ রোধ না করে, তাহলে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলেও সেই সতর্কবার্তায় বলা হয়