কলকাতায় সেনার ইস্টার্ন কমান্ড, নৌসেনার আঞ্চলিক দফতরে কার্গিল বিজয় দিবস পালিত
প্রতিবছর ২৬ জুলাই ভারতের কার্গিল যুদ্ধজয়কে স্মরণ করতে উদযাপন করা হয় কার্গিল বিজয় দিবস। চলতি বছর কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্ণ হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই উদযাপনের মূল লক্ষ্য হল সকলের মধ্যে বিশেষ করে যুবাশ্রেণির মধ্যে দেশাত্মবোধ ও দেশপ্রেমকে উদ্বুদ্ধ করা।
স্থলসেনার পাশাপাশি এদিন নৌসেনার আঞ্চলিক সদরেও উদযাপন করা হয় কার্গিল বিজয় দিবস। আইএনএস নেতাজী সুভাষ-এ সকল নৌসেনা কর্মী ওয়াকাথন-এ অংশ নেন। প্রায় ১৫০ জন সেখানে অংশ নিয়েছিলেন।
কমোডোর সুপ্রভ কুমার দে নেভাল অফিসার ইন চার্জ (এনওসি) পশ্চিমবঙ্গ এদিন ফোর্ট উইলিয়ামে পুষ্পার্ঘ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল নারাভানে সকল সেনা অফিসার ও জওয়ানদের উদ্দেশ্যে বলেন, অমর সেনানীরা দেশসেবার যে ঐতিহ্য রেখে গিয়েছে, সেই ধারাকে অব্যাহত রাখতে। বলেন, নিষ্ঠা ও সততার সঙ্গে দেশসেবা করতে ও ও তেরঙার মর্যাদা রাখতে।
কলকাতায় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতরে মহা সাড়ম্বরে পালিত হল কার্গিল বিজয় দিবস। আঞ্চলিক সেনাপ্রধান জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) লেফটেন্যান্ট জেনারেল এম এম নারাভানে এদিন বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য দিয়ে ‘অপারেশন বিজয়’-তে দেশের জন্য চরম বলিদান দেওয়া শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -