শহরে লাল-নীল-সবুজের পাখি-মেলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2017 03:51 PM (IST)
1
2
3
প্রতি বছরের মতো এবারেও ভিড় জমিয়েছেন দর্শকরা।
4
প্রদর্শনী চলবে রবিবার সন্ধ্যে ৭টা পর্যন্ত।
5
শনিবার দুপুরে এই পাখি প্রদর্শনীর উদ্বোধন করেন নগরোন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম।
6
ইট-কাঠ-পাথরের শহরে একসঙ্গে এত পাখি দেখে খুশি কচিকাঁচারাও
7
দর্শকদের সঙ্গে বেশ ভাব জমিয়ে নিয়েছে ম্যাকাও, কাকাতুয়ারা।
8
বছরের শেষদিনে বিজয়গড়ে শুরু হয়েছে এই পাখি প্রদর্শনী। রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি।
9
শীতের শহরে পাখির মেলা। কংক্রিটের শহর সরগরম পাখিদের কলরবে।