LIVE UPDATE: ছটপুজো: রবীন্দ্র সরোবর থেকে হঠাৎ উধাও পুলিশ, অবাধে প্রবেশ বহিরাগতদের, চলছে পুজোর আয়োজন

নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, সকালে বহিরাগত একদল মানুষ সরোবরে ঢোকার চেষ্টা করে। প্রথমে লেক গার্ডেন্স স্টেশনের দিকে রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের তালা ভাঙে বহিরাগতরা। পরে ভাঙা হয় মাদার ডেয়ারির দিক দিয়ে প্রবেশ পথের তালা। ছিঁড়ে ফেলা হয় কেএমডিএর নোটিশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Nov 2019 12:09 PM

প্রেক্ষাপট

কলকাতা: রবীন্দ্র সরোবরের সব ক’টি গেটে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সকাল থেকেই ছট পুজোর রীতি পালন করতে এলাকায় ঢুকে পড়ছেন বহিরাগতরা। নিরাপত্তার আঁটুনি উপেক্ষা করেই ভেতরে প্রবেশ করেছেন তাঁরা।...More

দফায় দফায় ভাঙা হল সরোবরের গেটের তালা। ইট-পাথর দিয়ে ভাঙা হয় তালা। অভিযোগ, ঘটনার সময় পুলিশ ছিল না। রবীন্দ্র সরোবর থেকে এখন হঠাৎ উধাও পুলিশ।