LIVE UPDATE: ছটপুজো: রবীন্দ্র সরোবর থেকে হঠাৎ উধাও পুলিশ, অবাধে প্রবেশ বহিরাগতদের, চলছে পুজোর আয়োজন
নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, সকালে বহিরাগত একদল মানুষ সরোবরে ঢোকার চেষ্টা করে। প্রথমে লেক গার্ডেন্স স্টেশনের দিকে রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের তালা ভাঙে বহিরাগতরা। পরে ভাঙা হয় মাদার ডেয়ারির দিক দিয়ে প্রবেশ পথের তালা। ছিঁড়ে ফেলা হয় কেএমডিএর নোটিশ।
প্রেক্ষাপট
কলকাতা: রবীন্দ্র সরোবরের সব ক’টি গেটে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সকাল থেকেই ছট পুজোর রীতি পালন করতে এলাকায় ঢুকে পড়ছেন বহিরাগতরা। নিরাপত্তার আঁটুনি উপেক্ষা করেই ভেতরে প্রবেশ করেছেন তাঁরা। আদালতের নির্দেশ জেনেও গেটের তালা ভেঙে চলছে অবাধ প্রবেশ।
নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, সকালে বহিরাগত একদল মানুষ সরোবরে ঢোকার চেষ্টা করে। প্রথমে লেক গার্ডেন্স স্টেশনের দিকে রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের তালা ভাঙে বহিরাগতরা। পরে ভাঙা হয় মাদার ডেয়ারির দিক দিয়ে প্রবেশ পথের তালা। ছিঁড়ে ফেলা হয় কেএমডিএর নোটিশ।
বহিরাগতরা সরোবরের ভিতরেই পুজো করবেন হুমকি দেয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় এক প্রবীণ প্রাতর্ভ্রমণকারীকে ঘিরে বিক্ষোভও দেখায় তারা।
দূষণ এড়াতে ছটপুজোর জন্য গতকাল রাত ১২টা থেকে রবিবার দুপুর পর্যন্ত রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকার কথা লিখে কেএমডিএ-র তরফে নোটিস দেওয়া হয়। এরই মাঝে বিনা বাধায় বহিরাগতরা গেটের তালা ভাঙায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রাতর্ভ্রমণকারী ও পরিবেশ কর্মীরা। তাঁদের অভিযোগ, নিরাপত্তার দায়িত্বে কোনও পুলিশ কর্মী ছিলেন না। বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -