দুর্গোৎসব ২০১৯: কোন পুজোর থিম কী, দেখে নেব এক নজরে
ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন - এবার ৪৯ বছরে পা দিল ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের পুজো। এবারের থিম আলপনা। লোকসংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এবারের বিষয় ভাবনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুদিয়ালি ক্লাব - সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের ছবিই এবার ফুটে উঠবে মুদিয়ালি ক্লাবের ৮৫ তম বর্ষের পুজোয়।
কুমারটুলি সর্বজনীন - কুমারটুলি সর্বজনীনের পুজো এবার ৮৯ বছরে পা দিল। এবারের থিম কল্পতরু। শিল্পী বাপ্পা হালদার।
কাশী বোস লেন সর্বজনীন - উত্তর কলকাতার কাশী বোস লেন সর্বজনীনের এবারের থিম জল সঙ্কট। জল না থাকলে আশপাশের পরিচিত ছবিটা কীভাবে পাল্টে যাবে, তাই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়।
চোরবাগান সর্বজনীন - উত্তর কলকাতার অন্যতম বড় পুজো চোরবাগান সর্বজনীনের এবারের থিম জগাখিচুড়ি। ভিতরে কী রহস্য লুকিয়ে, তা আর কদিন পরেই দেখতে পাবেন দর্শকরা।
বেলেঘাটা ৩৩ পল্লিবাসী বৃন্দ - বেলেঘাটা ৩৩ পল্লির পুজোর এবারের থিম। আমরা এক, কিন্তু একা নই। সেই ভাবনাকেই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলছেন শিল্পী।
আহিরিটোলা সর্বজনীন - আহিরিটোলা সর্বজনীনের পুজো এবার পা দিল ৮০ বছরে। এবারের থিম অজান্তে।ট্যাগ লাইন হল, হারাচ্ছে সব...বাড়ছে ভিড়...হারানোর তালিকায়...। মণ্ডপ সজ্জায় তুলে আনা হয়েছে গুজরাতের ১১ শতকের বাউলি প্রথাকে। ভাবনার রূপকার তন্ময় চক্রবর্তী। পাথরের প্রতিমা গড়ছেন ওড়িশার শিল্পীরা।
নাকতলা উদয়ন সঙ্ঘ - নাকতলা উদয়ন সঙ্ঘের এবারের বিষয় ভাবনা, জন্ম। জল সংরক্ষণের বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে ইনস্টলেশনের মাধ্যমে।
দমদম তরুণ দল - এবার ৪৩ বছরে পা দমদম তরুণ দলের পুজোর। এবারের বিষয় ভাবনা, দেবীপক্ষ। নহি দেবী, নহি সামান্যা নারী এই ভাবনায় বৃহন্নলাদের জীবন যুদ্ধের ছবি তুলে ফুটে উঠছে মণ্ডপ সজ্জায়। শিল্পী অনির্বাণ দাস। দমদম তরুণ দলের থিম সংয়ের রূপকার শতদল চট্টোপাধ্যায়।
চক্রবেড়িয়া সর্বজনীন - দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া সর্বজনীনের এবার ৭৪ বছরে পা। এবারের থিম লেভেলস অফ রিয়্যালিটি। মণ্ডপ সজ্জার পরতে পরতে কী লুকিয়ে রয়েছে, তা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন দর্শকরা।
ঢাকুরিয়া সর্বজনীন - এবার ৯০ বছরে পা দিল ঢাকুরিয়া সর্বজনীনের পুজো। এবারের থিম একাই একশো। সাবেকিয়ানার সঙ্গে থিমের মেলবন্ধনই পুজোর বৈশিষ্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -