মহা সাড়ম্বরে সেনা দিবস পালিত হল ফোর্ট উইলিয়ামে
এই উপলক্ষ্যে বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য দিয়ে দেশসেবায় প্রাণের বলিদান দেওয়া শহিদ বীর জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান সেনার আঞ্চলিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম এম নারাভানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়া, ১৮টি ইউনিটকে অ্যাপ্রিসিয়েশন দেন জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ড। এর মধ্যে রয়েছে ১০টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ২টি আর্টিলারি রেজিমেন্ট। এছাড়া তালিকায় রয়েছে ২টি ইঞ্জিনিয়ার রেজিমেন্ট, একটি এভিয়েশন স্কোয়াড্রন এবং একটি করে এএসসি ও অসম রাইফেল ব্যাটালিয়ন।
মূলত, ভারতীয় সেনার প্রথম কমান্ডার-ইন-চিফ হিসেবে সেনারেল (পরবর্তীকালে ফিল্ড মার্শাল) কে এম কারিয়াপ্পার নিয়োগকে স্মরণ করতে সেনা দিবস উদযাপন করা হয়।
প্রতিবছরের মতো এবছরও মহা সাড়ম্বরে পালিত হল সেনা দিবস। কলকাতাস্থিত সেনার পূর্বাঞ্চলীয় সদর ফোর্ট উইলিয়ামে মঙ্গলবার পালিত হল সেনা দিবস।
উৎকৃষ্ট সেবার জন্য এদিন ইস্টার্ন কমান্ডের পাঁচটি ইউনিটকে চিফ অফ আর্মি স্টাফ ইউনিট সম্মানে ভূষিত করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -