আকাশপথে আহত জওয়ানদের নিয়ে এসে হাসপাতালে ভর্তি, রাতের কলকাতায় বিশেষ মহড়া সেনার
এর জন্য কলকাতা পুলিশের সহযোগিতায় বিশেষ গ্রিন করিডর তৈরি করা হয়। সেই করিডর দিয়েই কনভয় সমেত সামরিক গাড়ি ও অ্যাম্বুলেন্স পৌঁছয় হাসপাতাল।
চলতি ‘গগনশক্তি’ মহড়ার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাতে কলকাতায় বিশেষ অনুশীলন করল সেনা।
বায়ুসেনার প্রিন্সিপাল মেডিক্যাল অফিসার ইস্টার্ন এয়ার কমান্ডকে এয়ার ভাইস মার্শাল আর সি দাস বলেন, যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয় হলে যাতে বাহিনী প্রস্তুত থাকে, সেই জন্যই এই মহড়া।
বিমানবন্দরেই অপেক্ষা করছিল মেডিক্যাল টিম। অত্যন্ত দ্রুততার সঙ্গে তাঁদের অ্যাম্বুলেন্সে করে সড়কপথে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার সামরিক হাসপাতালে।
মহড়ার অন্তর্গত দুটি অ্যান্তোনভ-৩২ বিমান করে মধ্যরাতে প্রায় ৪৫ ‘শয্যাসায়ী’ রোগীদের কলকাতায় আনা হয়।
অসমের চাবুয়া বিমানঘাঁটি থেকে আহত জওয়ানদের আকাশপথে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে।
পরে, সেই আহতদের সড়কপথে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে।