কৃতী এনসিসি ক্যাডেটদের মেডেল প্রদান করলেন রাজ্যপাল
সেরা এনসিসি ক্যাডেট হওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রীর মেডেল জিতেছে এক বালক।
'স্বচ্ছতা সে সিদ্ধি' ছবির জন্য গত সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে পুরস্কার পেয়েছে ডিরেক্টরেটের এক মেয়ে ক্যাডেট।
এবছর সারা ভারত মাভলঙ্কর জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা, তিনটি রূপো এবং একটি ব্রোঞ্জ মেডেল জেতে ডিরেক্টরেটের ক্যাডেটরা।
এডিজি মেজর দেনারেল কে টি শ্রীকুমার জানান, এবছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ১৭ জনের মধ্যে পঞ্চম স্থান দখল করে এনসিসি পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেট।
এদিন পুরস্কার-প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতীদের পরিবার-পরিজনরা।
শ্যুটিং, এরো-মডেলিং, সেইলিং-অভিযান ও কুচকাওয়াজের পারফরম্যান্সের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
২০১৭-১৮ সালে বিভিন্ন ক্ষেত্রে উৎকৃষ্ট পারফরম্যান্সের জন্য এদিন রাজভবনে একটি অনুষ্ঠানে ওই কৃতীদের পুরস্কৃত করেন রাজ্যপাল।
স্থল, নৌ ও বায়ুসেনার বাছাই করা ক্যাডেটদের এদিন পুরস্কৃত করা হয়।
এনসিসি পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের ৫৫ জন কৃতী ক্যাডেটকে বুধবার মেডেল প্রদান করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।