বিজেপির লালবাজার অভিযানের খণ্ডচিত্র
অসুস্থ হয়ে পড়লেন রূপা গঙ্গোপাধ্যায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার চিত্র দেখল মহানগরী। বিজেপির দাবি, মানুষের মৌলিক অধিকার এরাজ্যে লঙ্ঘিত। তার দাবিতে মানুষের আজকের এই লালবাজার অভিযান।
তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে
ধর্মতলার ওয়াই চ্যানেলের মিছিলের নেতৃত্বে রাহুল সিংহ এবং রূপা গঙ্গোপাধ্যায়। মেদিনীপুর থেকে কর্মী ও সমর্থকদের নিয়ে পৌঁছে গেছেন লক্ষ্মণ শেঠ।
হাওড়া থেকে শুরু হওয়া বিজেপি মিছিলের নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়।
গ্রেফতার রাহুল সিংহ। গ্রেফতার করা হল দিলীপ ঘোষকে। গ্রেফতার কৈলাস বিজয়বর্গীয়।
কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।
আহত লকেট চট্টোপাধ্যায়।
টি বোর্ডের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকেরা
বাসে বিজেপির পতাকা দেখে লালবাজার ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে বাসটিকে আটকান পুলিশকর্মীরা। বাসের বিজেপি কর্মী ও সমর্থকরা জানান, তাঁরা নদিয়ার হরিণঘাটা থেকে এসেছেন। তাঁদের গ্রেফতার করে পুলিশ। বাসটিকে আটক করা হয়।
মিছিলে হাঁটা শুরু করেন দিলীপ ঘোষ। সাধারণ মানুষ এই মিছিলে যোগ দিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে কার্যত দুর্গে পরিণত হয় লালবাজার চত্বর। তবে লালবাজার ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে বাসটিকে আটকে দেন পুলিশকর্মীরা।
ভাঙচুর করা হয় সরকারি গাড়ি
মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয়েছে ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে চলছে ইটবৃষ্টি
এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। ব্যবহার হচ্ছে জল কামান
ফিয়ার্সে লেনে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে মাথা ফাটল বেশ কয়েকজন পুলিশকর্মীর।
কলেজ স্কোয়ারে মিছিলের নেতৃত্বে বিজেপির দুই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং সুরেশ পূজারি।
বিবি গাঙ্গুলী স্ট্রিটে পুলিশের গাড়িতে লাগিয়ে দেওয়া হল আগুন। ফিয়ার্স লেনে পুলিশের গাড়িতে লাগিয়ে দেওয়া হল আগুন। আমহার্স্ট স্ট্রিট থানার ওসির গাড়ি ভাঙচুর-আগুন।
বিজেপির মিছিল থেকে উড়ে এল বোমা। আহত বহু
- - - - - - - - - Advertisement - - - - - - - - -