LIVE: বিজেপি যুব মোর্চার সিইএসসি অভিযান: রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ, মিছিল রুখতে জলকামান, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

এই মিছিল ঘিরে সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত রণক্ষেত্র। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ব্যবহার করা হয় জলকামান।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Sep 2019 03:28 PM

প্রেক্ষাপট

কলকাতা: বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে বিজেপি যুব মোর্চার সিইএসসি অভিযান। মিছিল রোখার চেষ্টা পুলিশের। বাধা পেয়ে ধস্তাধস্তি। বিজেপি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত পুলিশও। এই মিছিল ঘিরে সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত রণক্ষেত্র।...More