LIVE UPDATE: মেল করে একমাস সময় চাইলেন রাজীব কুমার, খবর সিবিআই সূত্রে

সারদা মামলায় রাজীব কুমারের খোঁজে রাতভর তল্লাশি সিবিআইয়ের। কলকাতা বিমানবন্দরের যাত্রী তালিকায় নজরদারি গোয়েন্দাদের। সন্দেহজনক নাম দেখলেই উড়ান সম্পর্কিত তথ্য সিবিআইকে জানাতে নির্দেশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Sep 2019 04:37 PM
সিবিআইকে মেল করে একমাস সময় চাইলেন রাজীব কুমার। সিবিআই সূত্রে এমনই খবর। আইনি পরামর্শ নিতে আইনজীবীর বাড়িতে সিবিআইয়ের পাঁচ আধিকারিক। সূত্রের খবর, সিবিআইকে পাঠানো মেলে রাজীব জানিয়েছেন যে, ছুটিতে থাকায় তিনি এখন আসতে পারছেন না।
সিবিআইকে মেল করে একমাস সময় চাইলেন রাজীব কুমার। সিবিআই সূত্রে এমনই খবর। আইনি পরামর্শ নিতে আইনজীবীর বাড়িতে সিবিআইয়ের পাঁচ আধিকারিক। সূত্রের খবর, সিবিআইকে পাঠানো মেলে রাজীব জানিয়েছেন যে, ছুটিতে থাকায় তিনি এখন আসতে পারছেন না।
আইনি পরামর্শ নিতে নিজাম প্যালেসে সিবিআই টিম। সিবিআই সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারকে ফের নোটিশ পাঠানো হতে পারে। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, আইনি সহায়তার রাস্তা খতিয়ে দেখছেন রাজীবও।
রাজীব কুমারের বাড়ির সামনে বাড়ছে পুলিশ।নিজাম প্যালেস থেকে বেরোল সিবিআই টিম। গাড়িতে সিবিআইয়ের ৩ অফিসার। রয়েছেন জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। সিবিআই টিমে এসপি পার্থ মুখোপাধ্যায়। রয়েছেন সারদা মামলার আইও তথাগত বর্ধন। রাজীবকে ফের নোটিশ দেওয়া হতে পারে। বালিগঞ্জের দিকে এগচ্ছে সিবিআই টিম। নেওয়া হতে পারে আইনি পরামর্শ।
সিজিও কমপ্লেক্স থেকে বেরোল সিবিআই টিম। তবে মিন্টো পার্কের রাজীব কুমারের বাড়ি নয়, সম্ভবত নিজাম প্যালেসে যাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। রাজীবকে নিয়ে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। অন্যদিকে রাজীব কুমারের বাড়ির সামনে পুলিশ তৎপরতা।
নির্ধারিত সময় পেরোলেও সিজিও কমপ্লেক্সে এলেন না রাজীব কুমার। রাজীবের পাশাপাশি বন্ধ দেহরক্ষীর ফোনও, খবর সূত্রের। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে এলেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা।
সূত্রের খবর, মোবাইল ফোন বন্ধ থাকলেও, তিনি কলকাতার বাড়িতেই রয়েছেন। আজ তিনি সম্ভবত সিজিও কমপ্লেক্সে যাবেন না। দফায় দফায় আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এডিজি সিআইডি। বন্ধ রয়েছে রাজীবের দেহরক্ষীর ফোনও।
নির্ধারিত সময় সকাল ১০টা-তেও গরহাজির রাজীব। কলকাতাতেই আছেন রাজীব কুমার: সিবিআই সূত্র।

প্রেক্ষাপট

কলকাতা: সারদা মামলায় রাজীব কুমারের খোঁজে রাতভর তল্লাশি সিবিআইয়ের। কলকাতা বিমানবন্দরের যাত্রী তালিকায় নজরদারি গোয়েন্দাদের। সন্দেহজনক নাম দেখলেই উড়ান সম্পর্কিত তথ্য সিবিআইকে জানাতে নির্দেশ।

সারদাকাণ্ডে গতকাল রাজীব কুমারের আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই রাজীব কুমারের পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে সিবিআই। নোটিসে উল্লেখ, আজ সকাল ১০টার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে এডিজি সিআইডি রাজীব কুমারকে। সিবিআইয়ের দাবি, খোঁজ মেলেনি রাজীবের। রাজীব ও তাঁর দেহরক্ষীর মোবাইলও বন্ধ। এর আগে রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়। সিবিআই সূত্রে খবর, গতকাল রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার অফিসার কলকাতা বিমানবন্দরে গিয়ে খোঁজ নেন। অভিবাসন দফতরের আধিকারিকদের কারোর নাম নিয়ে সন্দেহ হলেই, উড়ান সম্পর্কিত যাবতীয় তথ্য সিবিআইকে জানাতে বলা হয়েছে। গতকাল সাদা পোশাকে একাধিক সম্ভাব্য জায়গায় রাজীব কুমারের সন্ধান চালান সিবিআই অফিসাররা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.