ছবিতে দেখুন: রেড রোডে প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজের আগে সামরিক বাহিনীর চূড়ান্ত প্রস্তুতি
এছাড়া, কুচকাওয়াজে অংশ নেবেন সেনার প্যারা স্পেশাল কমান্ডো বাহিনী, রাজপুতানা রাইফেল্স ও আর্টিলারি রেজিমেন্টের জওয়ানরা।
প্রদর্শন করা হবে বিভিন্ন সামরাস্ত্র।
থাকবে তিন বাহিনীর বর্ণাঢ্য ট্যাবলো।
কুচকাওয়াজের প্রধান অতিথি থাকবেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি। তিনি যখন তেরঙা উত্তোলন করবেন, সেই সময় আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনার এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টার।
নৌসেনা প্রদর্শন করবে ডেস্ট্রয়ার শ্রেণির রণতরী আইএনএস কলকাতার মডেল, সিন্ধুঘোষ শ্রেণির সাবমেরিনের মডেল।
কুচকাওয়াজে মার্চপাস্ট করবেন স্থল, নৌ ও বায়ু সেনার জওয়ানরা।
বায়ুসেনা প্রদর্শন করবে তাদের রাফালে ও মিরাজ যুদ্ধবিমান এবং স্পাইডার মিসাইলের মডেল। এছাড়া থাকবে চিনুক হেভি লিফট হেলিকপ্টার, অ্যাওয়াকস, আইএল-৭৬ ও সি-১৩০জে হারকিউলিস বিমানের মডেল।
এবারও, কুচকাওয়াজে অংশ নেবে সামরিক বাহিনী।
স্থলসেনা প্রদর্শন করবে তাদের ফিল্ড গান, বোফর্স ১৫৫ মিমি গান, পিনাকা রকেট লঞ্চার। থাকবে সিগনাল কোর ও ইঞ্জিনিয়ার কোরের ট্যাবলো।
প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতার রেড রোডে হবে বর্ণাঢ্য কুচকাওয়াজ।
কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন প্যারেড কমান্ডার মেজর জেনারেল সচিন সুরী। যিনি সেনার হেডকোয়ার্টার বেঙ্গল এরিয়ার অফিসিয়েটিং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)।