আসছে নোকিয়া-র 8810 4G 'Banana' , জেনে নিন এই ফোন সংক্রান্ত কিছু তথ্য
ঠিক একইভাবে এইচএমডি গ্লোবাল গত বছর নোকিয়ার আর একটি জনপ্রিয় ফোন 3310-র নয়া সংস্করণ বাজারে নিয়ে এসেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফোনটিতে রয়েছে 1500mAh ব্যাটারি। একটি মাল্টিমিডিয়া ডিভাইসের হিসেবে এই ফোনে ভিডিও চালানো, MP3 গান বাজানো যাবে, শোনা যাবে এফএম রেডিও।
এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে। 512 MB RAM। ইন্টারন্যাল স্টোরেজ ৪ জিবি। রয়েছে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
নোকিয়া 8810 বেসিক ফোনের মতোই। কিন্তু এই ফোনে দুরন্ত ৪ জি ডেটা স্পিড পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে। ফোনে ওয়াই-ফাই ও হটস্পটের মতো সুবিধা দেওয়া হয়েছে। গুগল অ্যাপ, ফেসবুক, ট্যুইটারের সঙ্গে নোকিয়ার জনপ্রিয় স্নেক গেমও এতে রয়েছে।
নোকিয়ার 8110 ফোন ১৯৯৮-এ চালু হয়েছিল। এবার চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ফোনের নয়া সংস্করণ চালু করা হয়।8810 4G -এর লুক আগের মতোই। কোম্পানি ফোনটি আধুনিক করে ৪ জি নেটওয়ার্কের সাপোর্ট দিয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন-র ২০৫ মোবাইল প্ল্যাটফর্মে চলবে।
দীর্ঘ প্রতিক্ষার পর নোকিয়ার 8810 4G 'Banana' ফোন এশিয়ার বাজারে এসেছে। সিঙ্গাপুরে এর বিক্রি শুরু হয়েছে। ২০১৮-র এমডব্লুসি-তে এই ফোন চালু করা হয়। নোকিয়ার জনপ্রিয় নোকিয়া 8110-এর সাম্প্রতিকতম সংস্করণ এই ফোন।সিঙ্গাপুরে Lazada রিটেলার এই ফোন বিক্রি করছে। এর দাম ৯৬ সিঙ্গাপুর ডলার (ভারতীয় মুদ্রায় ৪,৯০০ টাকা)।ইউরোপের বাজারে এই ফোনের আগাম বুকিং শুরু হয়েছে। ৪ জুলাই থেকে শিপিং করা হবে। ভারতে এই ফোনের বিক্রি কবে হবে, তা নিয়ে কোনও তথ্য নেই। যদিও ভারতের বাজারে খুব শীঘ্রই এই ফোন আসবে বলে শোনা যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -