ভিন ধর্মে এই বিয়েগুলি সমাজের পক্ষে দৃষ্টান্ত
কংগ্রেস নেতা মণীষ তিওয়ারি নাজনিন শফাকে বিয়ে করেন। ১৯৮৯ মণীষ যখন তাঁর কলেজের এনএসইউআই সভাপতি ছিলেন তখন তাঁর সঙ্গে নাজনিনের আলাপ হয়। নাজনিন পড়াশোনা শেষ করে এয়ার ইন্ডিয়াতে যোগ দেন।
রাজনীতি জগতেও এর ব্যতিক্রম হয়নি। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন ১১ বছর আগে রেণু শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বলিউড বাদশা শাহরুখ খানও ভিন ধর্মে বিয়ে করেছেন। ১৮ বছর বয়সে শাহরুখের সঙ্গে আলাপ হয় গৌরির। একটি পার্টিতে সেই আলাপ থেকে পরে প্রেম এবং শেষপর্যন্ত ১৯৯২ সালে দুজনের বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তান রয়েছে।
মনসুর আলি খান ও শর্মিলা ঠাকুরের ছেলে সইফও ভিন ধর্মেই বিয়ে করেছেন। তাঁর দুটি বিয়ে। দুটিই ভিন ধর্মে। প্রথম স্ত্রী অমৃতা সিংহের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি ২০১৪ সালে করিনা কপূরকে বিয়ে করেন। সইফ-কারিনার ছেলে তৈমুর তো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ২০০০ সালে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেনয টিম ইন্ডিয়ার হয়ে কেরিয়ারে দুরন্ত পারফর্ম করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি। সেই কাইফ পূজা যাদব নামে এক মহিলাকে বিয়ে করেন। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে পূজার সঙ্গে আলাপ হয়েছিল কাইফের। এখন সুখেস্বচ্ছন্দে ঘরকন্যা করছেন তাঁরা। তাঁদের রয়েছে দুই সন্তান।
উল্লেখ্য, ভিন ধর্মে বিয়ে নতুন কিছু নয়। এমন অনেক এ ধরনের বিয়ে রয়েছে যেগুলি সমাজের পক্ষে একটা দৃষ্টান্ত।
বিয়ের কথা জানাতে গিয়ে টিনা বলেন, কেউ কেউ জাতিগত মন্তব্যও করেছেন। কেউ আবার ধর্ম নিয়েও প্রশ্ন উঠিয়েছেন। কিন্তু তাঁরা মনে করেন যে, প্রেম কোনও অপরাধ নয়।
টিনা তাঁদের বিয়ের ব্যাপারে আগেই জানিয়েছিলেন। আমিরের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। তবে বিয়ের দিনক্ষণ নিয়ে কিছুই জানাননি।
জানা গেছে, টিনা ডাবি তাঁর পরিবারের লোকজনের সঙ্গে গত শুক্রবার কাশ্মীরের পহেলগামে পৌঁছন। আইএএস ট্রেনিংয়ের সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের।
২০১৫-র আইএএস পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী টিনা ডাবি ও দ্বিতীয় স্থানাধিকারী আতাহার আমির খান বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের জন্য তাঁরা কাশ্মীরের পহেলগামকে বেথে নেন। আসলে আমির কাশ্মীরের বাসিন্দা।