উপকূলরক্ষী বাহিনীর জন্য তৈরি দুটি ‘ফাস্ট প্যাট্রল ভেসেলের’ উদ্বোধন করল জিআরএসই
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআরএসই সিএমডি রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) ভি কে সাক্সেনা এবং উপকূলরক্ষী, স্থলসেনা, নৌসেনা ও জিআরএসই-র শীর্ষ কর্তাব্যক্তি ও পদাধিকারীরা।
এই জাহাজে বসানো রয়েছে ৪০/৬০ বন্দুক। মোট ৩৫ জনের থাকার সংস্থান রয়েছে এই জাহাজে।
মূলত প্যাট্রলিং, অ্যান্টি স্মাগলিং, অ্যান্টি-পোচিং এবং রেসকিউ অপারেশনে অংশ নিতে দেখা যাবে এই দুটি জাহাজকে।
জাহাজগুলির উদ্বোধন করেন প্রধান অতিথি ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ডার জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মুকুন্দ নারাভানের স্ত্রী বীণা নারভানে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য নির্মিত এই দুটি ফাস্ট প্যাট্রল ভেসেল (এফপিভি)-গুলির নাম হল ‘আইসিজিএস অমৃত কৌর’ এবং ‘আইসিজিএস কমলা দেবী’।
এই উপলক্ষ্যে এদিন সেনার পূর্বাঞ্চলীয় প্রধান জিআরএসই-কে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, উপকূলরক্ষীবাহিনীর জন্য পাঁচটি এফপিভি নির্মাণ করার বরাত পেয়েছিল জিআরএসই। এর মধ্যে প্রথম দুটি জাহাজের হস্তান্তর হয়ে গিয়েছে। এদিন তৃতীয় ও চতুর্থ জাহাজের উদ্বোধন হল। পঞ্চম জাহাজটির উদ্বোধন আগামী বছর হবে।
যে জাহাজগুলির এদিন উদ্বোধন হল, সেগুলি প্রত্যেকটি দৈর্ঘ্যে ৫০ মিটার। প্রস্থে ৭.৫ মিটার। ওজন প্রায় ৩০৮ টন।
জাহাজগুলির সর্বোচ্চ গতি ৩৪ নট। প্রায় ১৫০০ নটিক্যাল মাইল একটানা চলতে সক্ষম এটি।
বৃহস্পতিবার দুটি নতুন জাহাজের উদ্বোধন করল রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)।