কলকাতা: হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া। শুভ দিন হিসেবে ধরা হয় এই দিনটিকে। প্রতিবছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় দিনে এই তিথি পড়ে থাকে। হিন্দুধর্মে বিশ্বাস করা হয়, অক্ষয় তৃতীয়ার দিন যেকোনও শুভ কাজ করা যায়। এই বছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ৩ মে পড়েছে অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে বিষ্ণুর পুজো করা হয়। বিষ্ণুর অবতার পরশুরাম এই দিনেই জন্ম নিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়।
অর্থ কী?
অক্ষয় অর্থাৎ যার কোনও ক্ষয় নেই। এই দিনটিকে কোনও শুভকাজ শুরু করলে তা সফল হয় বলেই বিশ্বাস করা হয়।
কোন সময়ে পুজো:
যাঁদের ব্যবসা রয়েছে তাঁরা তো বটেই। আরও অনেকে এই দিনটিতে পুজো করে থাকেন। সোনা বা রুপো কেনা, কোথাও স্থানীয় বিনিয়োগ, বা নতুন বাড়ি বা গাড়ি কেনার মতো কাজও এই দিনটিতেই অনেকে করে থাকেন। এই দিনে পুজো করার নির্দিষ্ট সময় রয়েছে। এই বছরে ৩ মে, মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা বেজে ১৯ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময়। মোট ৬ ঘণ্টা ৩৯ মিনিট ধরে পুজোর শুভ সময় থাকবে। যদিও তৃতীয়া তিথি শুরু হচ্ছে ভোট পাঁচটা বেজে ১৮ মিনিটে এবং শেষ হচ্ছে ৪ মে সকাল ৭টা বেজে ৩২ মিনিটে।
বিনিয়োগে শুভ সময়:
হিন্দুধর্মে বিশ্বাস করা হয়, এই দিনটিতে সোনা কিনলে সারা বছর শুভ হয়। বিশ্বাস করা হয়, এই দিনটিতে যা কেনা হয় তা আমাদের সঙ্গে সারা বছর থাকে। ফলে অনেকেই আর্থিক স্বচ্ছলতা কামনা করে সোনা ও রুপো কিনে থাকেন।
একাধিক বিশ্বাস:
এই দিনটিকে পবিত্র বলে মনে করার পিছনে একাধিক কারণ রয়েছে। বিশ্বাস করা হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বাস করা হয় এই দিনেই মর্ত্যে এসেছিল গঙ্গা। এছাড়াও বিশ্বাস করা হয়, এই দিনেই ভগবান কৃষ্ণ পাণ্ডবদের অক্ষয় পাত্র উপহার দিয়েছিলেন।
আরও পড়ুন: আজ অক্ষয় তৃতীয়া, কোন রাশির জাতকদের জন্য শুভ ? কখন কিনবেন সোনা ?