কলকাতা: “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দেয় যমকে ফোঁটা/ আমি দিই আমার ভাইকে ফোঁটা।’’ এই ছড়ার সঙ্গে সবাই পরিচিত। ভাইদের মঙ্গল কামনায় ভাইফোঁটায় ছড়া কাটে বোনেরা। ভাইবোনের ভালোবাসার উৎসব হল ভাইফোঁটা (Bhaipota)।
কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই শুভ দিনে বোনেরা ভাইয়ের কপালে দই, চন্দনের ফোঁটা দেয়। ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য প্রার্থনা করে। বছরভর খুনসুটি যতই থাক না কেন, ভাইদের শুভ কামনার জন্য এই বিশেষ দিনে নানা আয়োজন করে থাকে। আর সারাজীবন আগলে রাখার ও রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইরা।
এ বছর ভাইফোঁটার তারিখ
১৯ কার্তিক, (শনিবার), ৬ নভেম্বর
দ্বিতীয়ার সময়
দ্বিতীয়া শুরু- ৫ নভেম্বর রাত ১১টা ১৮ মিনিটে।
দ্বিতীয়া শেষ- ৬ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে।
ভাইফোঁটার সময়
সকাল ১টা বেজে ১০ মিনিট থেকে ৩টে বেজে ২১ মিনিট পর্যন্ত
ভাইফোঁটায় প্রয়োজনীয় উপাদান
- ধান-দূর্বা,
- বাড়িতে আমপাতায় পারা কাজল,
- চন্দন,
- দই,
- ঘিয়ের প্রদীপ ও শঙ্খ,
- সঙ্গে মিষ্টি,
ফোঁটা দেওয়ার নিয়ম
শুক্ল পক্ষের দ্বিতীয়াতে ভাইকে ফোঁটা দেওয়াই হল শুভ সময়। এদিন প্রথমে ভাইকে আসনে বসতে হয়। বাঁ হাতের (Left Hand) কড়ে আঙুলে আমপাতায় পারা কাজল নিয়ে বোনেরা এঁকে দেয় ভাইয়ের ভ্রু। এরপর ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এবং দইয়ের ফোঁটা দেওয়া হয়। আর এই ফোঁটা কাটার সময় ছড়া কাটে বোনেরা। পারিবারিক নিয়ম অনুযায়ী অনেকের আবার প্রতিপদে ফোঁটাও দিয়ে থাকেন।
পুরাণ অনুযায়ী, যম এই দিনেই তার বোন যমুনার থেকে ভাইফোঁটা নিয়েছিলেন। আবার আরেক মত অনুযায়ী, নরকাসুরকে বধ করে কৃষ্ণ সুভদ্রার কাছে যান। বোন সুভদ্রায় কপালে ফোঁটা দেন। মনে করা হয় তার থেকেই এই ভাইফোঁটা শুরু হয়।