Brain Tumour Treatment In India : ব্রেন টিউমর । চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হক না কেন, এখনও কয়েকটি অসুখ ত্রাসের মতোই। মস্তিষ্কে অস্ত্রোপচার আতঙ্কের থেকে কম কিছু নয়। এবার সেই অন্ধকারে আলোর দিশা। সংবাদ মাধ্যম এএনআই-এ প্রকাশিত খবর বলছে, ভারতে শুরু হচ্ছে ZAP-X gyroscopic radiosurgery, যা ব্রেন টিউমরের চিকিৎসা করে তুলবে আরও নিখুঁত আর সময়ও লাগবে অনেক কম। আর সবথেকে বড় কথা,অনেকক্ষেত্রেই এবার ব্রেন টিউমরের চিকিৎসা হবে অস্ত্রোপচার ছাড়াই (non-invasive, pain-free sessions)।  দক্ষিণ এশিয়ায় এই প্রথম এই পরিষেবা নিয়ে আসছে দিল্লির এক বেসরকারি হাসপাতাল, যাদের শাখা রয়েছে কলকাতা-সহ বিভিন্ন বড় শহরে। 



Apollo Hospitals group শুক্রবার এই পরিষেবার উদ্বোধন করেন। ZAP-X gyroscopic radiosurgery র বিষয়টি কী, তারও ব্যাখ্যা দেওয়া হয়। এই প্রযুক্তিটি ব্রেন টিউমরের চিকিৎসায় ( treatment of brain tumours ) যুগান্তকার । ZAP-X কে নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারের মাধ্যমে। এই মেশিনটি রোগীর মস্তিষ্কে থাকা ব্রেন টিউমরকে টার্গেট করে রেডিয়েশন দেয়। চিকিৎসকদের দাবি, এই পদ্ধতিটি একেবারেই ব্যথাহীন। 


এই প্রযুক্তিটি ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রেই মাথার ভিতরের টিউমর অপারেশন করার প্রয়োজন হবে না। অর্থাৎ ছুরি-কাঁচির আতঙ্ক দূরে রেখেই চিকিৎসা গ্রহণ করতে পারবেন রোগী। আর যেখানে টিউমর অপারেশনে কয়েক ঘণ্টা লেগে যায়, সেখানে ZAP-X  এর কাজ হয়ে যাবে আধ ঘণ্টাতেই। চিকিৎসকরা বলছেন এতে যে রোগীদের খুব সাঙ্ঘাতিক রেডিয়েশন নিতে হবে এমন নয়, minimal radiation exposure এই হবে কাজ। 


ZAP-X টিউমরটিকে লক্ষ্য করে কোণা কোণা থেকে টার্গেট করে রেডিয়েশন দেবে। সার্জারিতে যে অন্যান্য ঝুঁকি থাকে, তাও এড়ানো যাবে এই পদ্ধতিতে। মস্তিষ্কের টিস্যুগুলিকেও রক্ষা করবে ZAP-X সিস্টেম। 


ZAP-X   প্রযুক্তি ব্যবহার করে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও নিউরো সার্জনরা প্রাথমিক ও মেটাস্ট্যাটিক ব্রেন টিউমরের চিকিৎসা করতে পারবেন। সেই সঙ্গে আরও কিছু স্নায়ু সংক্রান্ত রোগের চিকিৎসা করা যাবে। যেমন -  arteriovenous malformations (AVMs), trigeminal neuralgias। এছাড়াও পারকিনসন ডিসিজ , এপিলেপ্সির চিকিৎসাও করা যেতে পারে।  


চিকিৎসক সুধীর ত্যাগী (Neuro surgeon, Apollo Hospital ) জানিয়েছেন,  এমআরআই করে যদি কোনও রোগীর বড় টিউমর পাওয়া যায় ও যদি সেটা ফুলে বড় হয়ে গিয়ে থাকে, তাহলে জরুরি পরিস্থিতিতে অপারেশন করে ফোলা অংশটা কমানো হয়। এবার রোগীর অবস্থা একটু ভাল হলে, বাকি টিউমরটার ওপর ZAP-X treatment প্রয়োগ করা হয়, যাতে সেই টিউমরটি আর না বাড়ে।  


 






আরও পড়ুন : 


নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু