Cancer Treatment: একটি নতুন গবেষণায় প্রকাশ পেয়েছে এক অভিনব উপায় যার সাহায্যে ক্যানসার রোগীরা তাদের কেমোথেরাপি চলার সময় চুল ঝরে যাওয়া রুখতে পারেন অনায়াসে। শেফিল্ড হালাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণায় (Chemotherapy) খুঁজে পেয়েছেন আমাদের মাথার ত্বকের শীতলতা এবং অ্যান্টি-অক্সিড্যান্ট চিকিৎসার একটি শক্তিশালী সমন্বয় যা চুল পড়া (Hair Loss) উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। ‘কোল্ড ক্যাপস’-এর মাধ্যমে ইতিমধ্যেই ব্যবহৃত স্ক্যাল্প-কুলিং মাথার ত্বকে (Cancer Treatment) রক্ত প্রবাহকে সীমাবদ্ধ করে এবং চুলের ফলিকলে পৌঁছানো কেমোথেরাপির ওষুধের মাত্রা হ্রাস করে।
নতুন এই গবেষণায় দেখা গিয়েছে যে ১৮ ডিগ্রি সেলসিয়াসের সর্বোত্তম তাপমাত্রায় মাথার ত্বককে শীতল করলে ফলিকলের ক্ষতি কার্যকরভাবে প্রতিহত করা যায়। এছাড়াও লাল আঙুরে পাওয়া কিছু উপাদান অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ লোশন প্রয়োগ করলে প্রতিরক্ষামূলক প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে।
এই দ্বিমুখী প্রক্রিয়াকে চিকিৎসকরা ক্যানসারের চিকিৎসার সময় চুল সংরক্ষণে এক মাইলফলক বলে বর্ণনা করেছেন। আর এই প্রক্রিয়ায় অঙ্কোলজি ক্লিনিকগুলিতে ক্যানসার রোগীদের যত্নে বিপ্লব আসবে বলেই ধারণা গবেষকদের।
শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের সেল বায়োলজি বিষয়ের সহকারী অধ্যাপক ড. নিক জর্জোপোলাস এই চুল ঝরে যাওয়াকে ক্যানসারের লক্ষণ বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে কেমোথেরাপির কারণে চুল পড়া রোধে স্ক্যাল্পের শীতলতা এবং অ্যান্টি-অক্সিড্যান্টের সংমিশ্রণ একটি যুগান্তকারী বদল আনতে পারে। বিশ্বব্যাপী ক্যানসার রোগীদের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন যে এই উপাদান বা সংমিশ্রণ ক্যানসারের চিকিৎসার একটি সাধারণ ও অত্যন্ত যন্ত্রণাদায়ক পার্শ্বপ্রতিক্রিয়ার কার্যকর সহজলভ্য সমাধান তুলে ধরে। ক্যানসার রোগীদের জীবনযাত্রার মানোন্নয়ন করে। সহায়ক ক্যানসার চিকিৎসার জগতে একটি গুরুত্বপূর্ণ উন্নতির প্রতিভূ এই প্রক্রিয়াটি।
ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি গবেষণা জার্নালে প্রকাশ করা হয়েছে এই গবেষণার ফলাফল। এই গবেষণার ক্ষেত্রে তারা মাথার ত্বক থেকে হেয়ার ফলিকল আলাদা করে তা গবেষণাগারে রেখে বাড়িয়ে তুলেছেন। ড. নিকের টিম দেখেছে যে কেমোথেরাপির ক্ষতি থেকে বাঁচাতে এই কোষগুলিকে শীতল করে রাখলে সবথেকে ভাল সমাধান পাওয়া যায়।
শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় বলা হয়েছে, ৬৫ শতাংশ ক্যানসার রোগীই কেমোথেরাপির কারণে চুল পড়ার শিকার হন আর ৪৫ শতাংশ মহিলা ক্যানসার রোগী জানিয়েছেন যে এই কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়াই সবথেকে যন্ত্রণাদায়ক অনুভূতি।