Cardamom Health Benefits: রান্নায় এলাচ ব্যবহার করলে সুগন্ধ হয় একথা ঠিকই। কিন্তু এই এলাচের অনেক স্বাস্থ্যগুণও রয়েছে। তাই চা কিংবা রান্নায় এলাচ মিশিয়ে খেতে পারলে অনেক উপকারই পাবেন। প্রতিদিনের খাবারে অন্তত সামান্য একটু এলাচ যুক্ত করলে, ঠিক কীভাবে আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকবে, জেনে নিন।
- যাঁদের সর্দি লাগার ধাত রয়েছে তাঁদের ক্ষেত্রে কাজে লাগে এলাচ। বুকে জমে থাকা কফ দ্রুত কমাতে সাহায্য করে। তার ফলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা কমে যায়। বুকে জমে থাকা কফ দূর হয়ে গেলে সহজে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন আপনি। তার ফলে শ্বাসকষ্টের সমস্যা দেখা যাবে না।
- শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এলাচ। এই মশলা আসলে আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। তার ফলে সহজে ক্যালোরি বার্ন করা সম্ভব হয়। ওজনও কমে যায় কম সময়ে।
- ন্যাচারাল ডিটক্সিফিকেশনের অন্যতম উপকরণ হল এলাচ। আমাদের শরীরের ভিতরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বের করে দেয় এই উপকরণ। তার ফলে কিডনির কার্যক্ষমতা ভাল থাকে। অতএব রোজ একটু করে এলাচ খাওয়া ভাল।
- আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণ ইউরিক অ্যাসিড বের করতে সাহায্য করে এলাচ। তার ফলে বাতের সমস্যা এড়ানো যায়। কিডনিও ভাল থাকে অনেকদিন। তাই ইউরিক অ্যাসিডের সমস্যা এড়ানোর জন্য আপনি খেতে পারেন এলাচ।
- এলাচ খেলে বদহজমের সমস্যা দূর হবে। এলাচ খেলে অন্ত্র থেকে এমন উৎসেচক নির্গত হয় যা অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে যাওয়ার সমস্যা এড়াতে সাহায্য করে। তাই এইসব সমস্যা থেকে দূরে থাকতে রোজই এলাচ খাওয়া জরুরি।
- এলাচে রয়েছে অনেক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ। মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এই মশলা। এছাড়াও এলাচ খেলে মুখের ভিতরে হওয়া কোনও ঘা, ইনফেকশন দ্রুত কমে যায়।
- অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর এলাচ খেলে ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা এড়ানো সম্ভব। আর উচ্চ রক্তচাপের কারণে যেসব সমস্যা হয়, মূলত হার্ট বা হৃদযন্ত্রের, তাও এড়ানো সম্ভব হবে। অর্থাৎ হাই বাল্ড প্রেশারের রোগীরা রোজ অল্প এলাচ খেলে সুস্থই থাকেন।
আরও পড়ুন- ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে কীভাবে সাহায্য করে তুলসি পাতা?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।