পরিশ্রমীদের পছন্দ করেন লক্ষ্মী
চাণক্যর মতে, যে ব্যক্তি পরিশ্রম করতে পারেন এবং কায়িক শ্রম থেকে কখনও বিমুখ হন না,দেবী লক্ষ্মী তাঁর উপর প্রসন্ন হন। পরিশ্রম করতে সর্বদা প্রস্তুত এমন ব্যক্তিকে ধনসম্পদ উপুড় করে দিতে প্রস্তত থাকেন ধনের দেবী। বিনা পরিশ্রমেই যে মানুষ ধনের প্রত্যাশা করে, তার উপর দেবী রুষ্ট হন। তাই ধন লাভ করতে হলে কেবল দেবীর কাছে ধন প্রার্থনা করলেই চলবে না, সর্বদা প্রস্তুত থাকতে হবে পরিশ্রম করার জন্য।
ধোঁকা দিয়ে ধনলাভ নয়
যে ব্যক্তি পরিশ্রমের মধ্য দিয়ে ধন লাভ করেন তাঁকে দেবী লক্ষ্মী যতখানি পছন্দ করেন, ততটাই অপছন্দ করেন সেইসব ব্যক্তিকে, যারা ধোঁকা দিয়ে অন্যের ধন নিজের কব্জায় নিয়ে আসতে চায়। ধোঁকা দিয়ে, লোককে ঠকিয়ে যারা ধনশালী হয় তাদের সঙ্গে কখনওই থাকেন না ধনের দেবী। তাই যারা এমন কুপথে ধনের অধিকারী হয়, তারা দীর্ঘদিনের জন্য সেই ধন ধরে রাখতে পারে না। ধনের দেবী রুষ্ট হন বলেই তারা ওই ধন একটা সময় হারায় এবং কঠিন অবস্থার সম্মুখীন হয়। তাই কাউকে ঠকিয়ে ধনী হতে বারণ করছেন চাণক্য।
সত্যের পথে থাকতে হবে
চাণক্য-র মতে যেসব ব্যক্তি সত্য ও ন্য়য়ের পথে চলেন এবং মানবিকতা থেকে কখনও বিমুখ হন না, তাঁদের পছন্দ করেন দেবী লক্ষ্মী। দেবীর আশীর্বাদে এমন ব্যক্তির কোনও সময়েই ধনের অভাব হয় না। পর্যাপ্ত ধন এবং দেবীর শুভেচ্ছায় এমন ব্যক্তি ও তাঁর পরিবার সুখ ও স্বাচ্ছন্দ্য লাভ করে থাকেন।