নয়াদিল্লি : চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা ( Coronavirus ) পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী সংস্থা এয়ারফিনিটি ( Airfinity Ltd )। জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে সাড়ে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার।
জাপানে অষ্টম ঢেউ
জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২লক্ষ ৭হাজার জন। এর আগে ২৫ অগাস্টে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ২ লক্ষ ।
করোনায় ঝলসাচ্ছে চিন । দেশজুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। করোনার করোনার সাম্প্রতিকতম সাব ভ্যারিয়েন্ট BF.7-এর প্রকোপেই এখন চিনে ত্রাহি ত্রাহি অবস্থা!
বিশেষজ্ঞরা বলছেন, এতো সবে শুরু! ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে! সূত্রের খবর, সম্প্রতি চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপকের মৃত্যু হয়েছে। চিনে ফের ভয়ঙ্কর গতিতে করোনা ছড়াতে শুরু করায় উদ্বেগপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ভারতেও ইতিমধ্য়েই ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ মিলেছে। দেশে এখনও অবধি চার জনের এর দেখা মিলেছে। এই পরিস্থিতিতে সাবধান করছেন চিকিৎসকরা। বিষেশজ্ঞরা বলছেন,
- করোনার নতুন এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক।
- তাতে আক্রান্ত একজন অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে।
- কোনওভাবেই নতুন এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠেনা।
- বিলম্ব না করে ফের জনবহুল অবস্থায় প্রত্য়েকের মাস্ক পরা উচিত।
আরও পড়ুন :
দেশে শুরু হয়ে গেল করোনা নিয়ে কড়াকড়ি ! দেশে সত্যিই কেমন সংক্রমণের হার