শিশুদের কাশির সিরাপ নিয়ে এখন দেশ জুড়ে বিতর্ক। রাজ্যে রাজ্যে চলছে তদন্ত। নির্দিষ্ট ওষুধ সংস্থার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে চিকিৎসককে। কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি জারি করে সব রাজ্যের চিকিৎসক ও অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে শিশুদের কাফ সিরাপ দেওয়ার বিষয়ে। ২ বছরের কম বয়সি বাচ্চাদের কাফ সিরাপ না-দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে সরাসরি। এই পরিস্থিতিতে বিশ্বজুড়েই কাফ সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে হু। কাফ সিরাপের জেরে ভারতে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় সারা বিশ্বকে সতর্ক করেছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, সিরাপগুলি শিশুদের জন্য মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। খবর , সংবাদ সংস্থা রয়টার্সের। হু সতর্ক করে বলেছে, এই ওষুধগুলি অত্যন্ত বিপজ্জনক। এগুলি শিশুদের প্রাণহানির কারণ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার ভারতে শনাক্ত হওয়া তিনটি দূষিত কাশির সিরাপ সম্পর্কে একটি স্বাস্থ্য পরামর্শমূলক সতর্কতা জারি করেছে । সব দেশকেই সতর্ক করা হয়েছে। কোনও সমস্যা দেখলে রিপোর্ট করার কথাও বলা হয়েছে। স্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিফ্রেশ টিআর এবং শেপ ফার্মার রিলাইফ সম্পর্কে সতর্ক করা হয়েছে । WHO জানিয়েছে, এই সিরাপগুলি যথেষ্ট ঝুঁকি ডেকে আনতে পারে। যার জেরে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অন্তত ২২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
২২ জন শিশুর মৃত্যুভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-র অনুসারে, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুরা ওই বিষাক্ত ওষুধ খেয়েছে। ওই সিরাপ খেয়ে কমপক্ষে ২২ জন শিশু মারা গিয়েছেন। এরা বেশিরভাগই পারাসিয়ার বাসিন্দা। আরও বেশ কয়েকজন বর্তমানে মহারাষ্ট্রের নাগপুরের হাসপাতালে চিকিৎসাধীন।
৫০০ গুণ বেশি ডাইইথিলিন গ্লাইকলপরীক্ষায় দেখা গেছে যে, কোনও কোনও কাশির সিরাপের স্যাম্পলে অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি ডাইইথিলিন গ্লাইকল (ডিইজি) ছিল । যদিও সিডিএসসিও জানিয়েছে, ভারত থেকে কোনও দূষিত ওষুধ রফতানি করা হয়নি। অবৈধ চালানের কোনও প্রমাণও নেই। এই ব্যাচের সিরাপগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়নি।
সর্দি-কাশির ওষুধ নিষিদ্ধ দেশেকেন্দ্রের নির্দেশ অনুসারে, ভারতের বেশ কয়েকটি রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ করেছে। ভারতে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য সমস্ত কাশি এবং সর্দি-কাশির ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। তামিলনাড়ু কর্তৃপক্ষ নিষিদ্ধ কোল্ডরিফ সিরাপ উৎপাদনকারী স্রেসান ফার্মাসিউটিক্যালের উৎপাদন লাইসেন্স বাতিল করেছে । কোম্পানিটিকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। রাজ্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা পরিদর্শনের সময় সিরাপে ৪৮.৬ শতাংশ ডিইজি খুঁজে পেয়েছেন ।