কলকাতা : ডেঙ্গি হওয়া মানেই, প্লেটলেট (Platelets ) নিয়ে হাহাকার। রক্তের ( Blood ) জন্য দৌড়াদৌড়ি। এই দুর্ভোগ-চিত্রের সাক্ষী আগেও থেকেছে আমাদের রাজ্য। কিন্তু ডেঙ্গি ( Dengue ) রোগীর ক্ষেত্রে রক্তের ঠিক কোন অংশটুকু প্রয়োজন হয়, সেটা আমরা অনেকেই জানি না। তাই ডেঙ্গির প্রকোপ বাড়লেই, কতকগুলি কনফিউশন মাথা চাড়া দেয় । 



  • প্লেটলেট কতয় নামলে রক্ত দিতে হয় ।

  • ব্লাড ব্যাঙ্কে গিয়ে ঠিক কীসের খোঁজ করতে হয়।

  • একই ব্লাড গ্রুপের মানুষেরই রক্ত বা প্লাজমা লাগবে কি ? 

  • অন্য ব্লাডগ্রুপের মানুষের শরীর থেকে রক্তরস দিলে সমস্যা কি? 

  • রক্তের ঠিক কোন কম্পোনেন্ট ডেঙ্গি রোগীর লাগতে পারে ? 
    প্রশ্ন অনেক । সব উত্তর নিয়ে এবিপি লাইভে হেমাটোলজিস্ট ডা. প্রান্তর চক্রবর্তী (Dr. Prantar Chakrabarti , Haematology Specialist) 


ডেঙ্গি ভাইরাস শরীরে প্রবেশ করলে প্লেটলেট হ্রাস পায়। প্লেটলেট তৈরির প্রক্রিয়ায় আঘাত হানে এই ভাইরাস। এছাড়া আবার ডেঙ্গির বিরুদ্ধে শরীরে তৈরি হওয়া অ্য়ান্টিবডিও প্লেটলেটকে নষ্টি করে দিতে পারে। তাই প্লেটলেটের সংখ্যা মারাত্মক হারে কমতে পারে।  


রক্তের মধ্যের কম্পোনেন্টকে আমরা মূলত ভাগ করে নিতে পারি । রক্তের দুটি পার্ট। রক্তকোষ ও রক্তরস। রক্তরস হল প্লাজমা। আবার রক্তকোষের মধ্যে থাকে



  • শ্বেতকণিকা

  • লোহিত কণিকা

  • অনুচক্রিকা যা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লেটলেট কমে গেলে রক্ত জমাট বাঁধতে অতিরিক্ত সময় নেয়। 

    কখন কোন উপাদান 
    যখন কোনও ব্লাড ব্যাঙ্কে রক্ত নেওয়া হয়, তখন সেই রক্ত থেকে বিভিন্ন অংশগুলিকে আলাদা করা হয়। লোহিত কণিকা আলাদা করে নেওয়া হয়। এছাড়া ডেঙ্গি রোগীদের যাঁদের প্লেটলেটের প্রয়োজন হয়, তাঁদের প্লেটলেট রিচ প্লাজমা দেওয়া হয়। ডা. চক্রবর্তী জানালেন, ডেঙ্গির সময় যখন চারিদিকে রক্ত নিয়ে হাহাকার পড়ে যায়, তখন অন্য ব্লাড গ্রুপের ব্যক্তির থেকেও প্লেটলেট নেওয়া হয়। কিন্তু সার্বিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে একই রক্তের গ্রুপের মধ্যে ব্লাড পাওয়া গেলে, সবথেকে ভাল।

    অন্য গ্রুপের রক্তের প্লেটলেট দেওয়া যায় ? 
    মনে রাখতে হবে, একই গ্রুপের রক্তের প্লেটলেট দিতে হয়, এমন ধারণা অমূলক। তবে কিছু ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। তা মেনে চলতে হবে । কিছু ব্লাডগ্রুপের প্লেটলেট অন্য ব্লাডগ্রুপের কাউকে দিলে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। নেগেটিভ ব্লাড গ্রুপের শিশু, গর্ভবতী মহিলা ও বিশেষ কিছু রোগে আক্রান্ত মানুষদের ক্ষেত্রে প্লেটলেট দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মবিধি মানা হয়ে থাকে। 

    আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, কারও severe thrombocytopenia হলে, তাঁকে যদি ব্লাড ব্যাঙ্ক থেকে সংগ্রহ করে আনা প্লেটলেট (Random Donor platelets) দেওয়া হয়, তাহলে অনেক বেশি ইউনিটের প্রয়োজন হবে। কিন্তু যদি সরাসরি হাসপাতালে গিয়ে সরাসরি প্লেটলেট একজনের শরীর থেকে অন্যের শরীরে দেওয়া হয় (Single Donor Platelets ) aphaeresis machine মেশিনের মাধ্যমে , তাহলে অনেক কম ইউনিটেই প্রয়োজন মেটে। তাই severe thrombocytopenia  হলে, কোনও ডোনারের থেকে সরাসরি প্লেটলেট দিতে পারলে ভাল। 

    এ রাজ্যে দেখা গিয়েছে, অনেকের প্লেটলেটের ব্যাস বেশি। তাঁরা ১ লক্ষ ২০ হাজারেরও কম প্লেটলেট নিয়ে দিব্য ঘুরে ফিরে বেড়াচ্ছেন, কোনও অসুবিধে হচ্ছ না। তাই কেউ ডেঙ্গি আক্রান্ত হলে এটা জানাও জরুরি স্বাভাবিক অবস্থায় সেই ব্যক্তির প্লেটলেট কাউন্ট । তবেই একজন চিকিৎসক প্লেটলেট দেওয়া প্রয়োজন কি না সিদ্ধান্ত নিতে পারবেন। 


    ডা. প্রান্তর চক্রবর্তী