কলকাতা : বর্ষা পড়তেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি! গত কয়েক বছর ধরেই দেখা গিয়েছে পুজোর আগে ডেঙ্গি দাপট বাড়াচ্ছে জেলায় জেলায়। আক্রান্ত হচ্ছে শিশুরাও। হাসপাতালে ভর্তিও করতে হচ্ছে অনেককে। শিশুদের ডেঙ্গি হলে কী চিকিৎসা, কখন হাসপাতালে নিয়ে যেতে হবে, কীভাবে রাখতে হবে রোগীকে, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি। এবিপি লাইভের অনুষ্ঠান, আপনার প্রশ্ন, ডাক্তার বাবুর উত্তরে সোশ্যাল মিডিয়া মারফত পাওয়া প্রশ্নগুলির উত্তর দিয়েছেন ডাক্তারবাবু।
ডেঙ্গি ছড়ায় কীভাবে :
ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে।
কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে?
- ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।
- ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
- কোনও কোনও ক্ষেত্রে গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।
- অবস্থা খারাপের দিকে গেলে নাক, মুখ থেকে রক্তপাত
- এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করা।
এখন প্রশ্ন, ডেঙ্গির প্রাথমিক লক্ষণই কি জ্বর-জারি, নাকি আরও কিছু?
ডেঙ্গি এমন একটা অসুখ, যেখানে জ্বর থাকতে থাকতে খুব একটা সমস্যা দেখা যায় না। জ্বর কমে যাওয়ার পর নানা সমস্যা দেখা দিতে পারে। তাই জ্বর কমে যাওয়ার পরের সতর্কতা গুরুত্বপূর্ণ। অল্প সংখ্যক রোগীদেরই এই সমস্যা হয়ে থাকে। ডেঙ্গি রোগের চিকিৎসা বাড়ি থেকেই সম্ভব। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করারও প্রয়োজন হয়। কোন কোন লক্ষণ দেখলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতেই হবে ?
- জ্বর কমার পরও বাচ্চা যখন নেতিয়ে থাকছে
- টানা জ্বর না কমা
- জ্বরের সঙ্গে খিঁচুনি
- খেতে না চাওয়া
- শ্বাসকষ্ট
- হাত - পা ঠান্ডা হয়ে যাওয়া
- বারবার বমি
- পেটে ব্যথা
- শরীরের কোনও জায়গা থেকে রক্তপাত
- গায়ে চাকা চাকা রক্তের ছোপের মতো দাগ
এই লক্ষণগুলির একটিও দেখলে, বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতেই হবে। ডেঙ্গির ক্ষেত্রে জ্বর কমাতে প্যারাসিটামলের উপরই ভরসা রাখা হয়। মনে রাখতে হবে, ডেঙ্গি ভাইরাস ঘটিত অসুখ। অ্যান্টিবায়োটিকস ওষুধের ভূমিকা এক্ষেত্রে নেই।
জ্বর ছাড়া কি ডেঙ্গি হয় না ?
সাধারণত দেখা যায়, জ্বর আসেই ডেঙ্গি হলে। ডেঙ্গির প্রধান উপসর্গই জ্বর। খুব কম ক্ষেত্রে ব্যতিক্রম হয়।
ডেঙ্গি সংক্রান্ত আরও উত্তর জানতে দেখুন নিচের ভিডিও -