কলকাতা : কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে। উত্তর ভারতের ধনতেরসই বাংলার ধনত্রয়োদশী। এই তিথিতে ধন্বন্তরি, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়। মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরসে সোনা কেনার প্রচলন হয়েছে। কেউ কেউ আবার মনে করেন, যে কোনও ধাতব জিনিস কিনলেই বুঝি এইদিন সৌভাগ্য আসে। তবে কোনও কোনও পুরোহিতের মতে, কিছু কিছু জিনিস কেনা হিতে বিপরীত হতে পারে। তবে সবটাই মানুষের বিশ্বাস, সত্য -মিথ্যা পরীক্ষিত নয় !! 


লোহা : ধনতেরসে লোহার তৈরি জিনিস বাড়িতে আনা উচিত নয়। কিন্তু যদি খুব দরকারি কোনও লোহার জিনিস কিনতেই হয়, তাহলে চেষ্টা করুন,একদিন আগে কিনে আনতে। আপনার মনে হতেই পারে, এটা কুসংস্কার ! তবে যাঁরা বিশ্বাস করেন, তাঁরা এই বিষয়টি মাথায় রাখুন। 


স্টিল : অনেকে মনে করেন, যে কোনও ধাতব জিনিসই ধনতেরসে কেনা শুভ। কিন্তু স্টিল না কেনাই ভাল। কারণ , স্টিলের মধ্যে তো লোহা থাকেই। তাই স্টিলের বাসন না কিনে ছোট হলেও কাঁসা বা পিতলের বাসন কিনুন।

ফাঁকা কলসি বা বাসন : দোকান থেকে তো কেউ ভরা কলসি বা পাত্র বিক্রি করেন না। এদিকে আবার কারও কারও বিশ্বাস ধনতেরসে ঘরে আনতে নেই ফাঁকা পাত্র ! তাহলে ? বাড়িতে ঢোকানোর আগে নতুন ঘড়া বা পাত্রে জল ধরে ঘরে ঢোকান ! 


ধারাল অস্ত্র : ধাতব জিনিস কিনতেই পারেন। তাবলে ধারালো ছুরি, কাঁচে, কাস্তে কিনে ফেলবেন না যেন ! যদি ধনতেরসে ধাতু কেনা শুভ মনে করেন আপনি, তাহলে এই বিষয়টিও মাথায় রাখুন 


গাড়ি : অনেকে মনে করেন, ধনতেরসে যে কোনও জিনিস কেনাই শুভ। কিন্তু কেউ কেউ মনে করেন, যদি ধনতেরসে গাড়ি কিনে বাড়িতে আনতে চান, তবে তার আগের দিন মিটিয়ে ফেলুন পেমেন্ট। 


তেল: অনেকে এই দিনে তেল বা ঘি বাড়িতে কিনে আনেন। তবে কোনও কোনও পুরোহিতের পরামর্শ, তেল-ঘি এই দিনে না কেনাই ভাল। 


কালো জিনিস : কালো রঙের জিনিস কিনে আনা এই দিনে এড়িয়ে চলুন। যেহেতু ধনতেরস একটি শুভ দিন , তাই অনেকে কালো জিনিস এই দিন না কেনার পরামর্শ দেন। 


এই জিনিসগুলি এড়িয়ে ঘরে আনুন সোনা-রুপো। আকাশচুম্বী দাম ঠিকই। তবে খুব অল্প পরিমাণে হলেও কিনুন এই ধাতুই। পিতল-কাঁসা কেনাও যেতে পারে।