Diabetes: ৬ মাসেরও কম বয়সী বাচ্চাদের শরীরেও থাবা বসাচ্ছে ডায়াবেটিস ! সম্প্রতি এমন নতুন ধরনের ডায়াবেটিসেরই খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিকদের একটি দল ৬ মাসেরও কম বয়সী বাচ্চাদের শরীরে এক বিশেষ ধরনের ডায়াবেটিসের খোঁজ পেয়েছেন। তাঁদের গবেষণা জানাচ্ছে, ৬ মাসের কম বয়সী বেশ কিছু শিশুর শরীরে ডায়াবেটিস থাবা বসাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে, ৮৫ শতাংশরও বেশি কেসে দেখা গিয়েছে, শিশুদের ডিএনএ- তে জিনগত পরিবর্তনের কারণে এই রোগ দেখা দেয়।              

Continues below advertisement

অ্যাডাভন্সড ডিএনএ সিকুয়েন্সিং টেকনোলজি এবং স্টেম সেল রিসার্চের একটি নতুন মডেল ব্যবহার করে ব্রিটেনের এক্সটার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এবং Université Libre de Bruxelles (ULB) - এর গবেষকদের একটি দল, TMEM167A- এই জিনে মিউটেশন খুঁজে পেয়েছেন। শিশুদের বিরল ডায়াবেটিসের জন্য এই মিউটেশনই দায়ী বলে জানা গিয়েছে। গবেষকদের দল তাঁদের গবেষণায় মৃগী বা এপিলেপসি এবং microcephaly- র মতো অতিরিক্ত স্নায়বিক সমস্যায় আক্রান্ত ৬ জন শিশুর TMEM167A জিনে পরিবর্তন দেখতে পেয়েছেন।      

সমস্ত বিষয়টি বোঝার জন্য গবেষকদের দল স্টেম সেল- কে প্যাংক্রিয়াটিক বিটা সেল এবং জিন এডিটিং টেকনিক অর্থাৎ CRISPR- র ভাগ করেছিলেন। এরপর গবেষকরা দেখেন যে, TMEM167A জিনে যখন পরিবর্তন হয়েছে, তখন ইনস্যুলিন উৎপাদনকারী কোষগুলি নিজেদের কাজ সঠিক ভাবে করা বন্ধ করে দেয়। ক্রমে স্ট্রেসের মাত্রা বাড়াতে থাকে এইসব কোষ, যা ধীরে ধীরে আক্রান্তকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। Journal of Clinical Investigation- এ প্রকাশিত হয়েছে এই গবেষণা সংক্রান্ত তথ্য। সেখানে বলা হয়েছে, TMEM167A জিন আদতে ইনস্যুলিং উৎপাদনকারী বিটা কোষের সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।                            

Continues below advertisement

ডায়াবেটিস শিশুদের শরীরে বাসা বাঁধে, এই তথ্য নতুন নয়। কিন্তু তাই বলে, ৬ মাসেরও কম বয়সী শিশুদের শরীরে থাবা বসাতে পারে এই রোগ, তা হয়তো অনেকেরই কল্পনার অতীত। কিন্তু সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। ডায়াবেটিসের কারণে এমনিতেই শরীর-স্বাস্থ্যের চূড়ান্ত অবনতি হয়। আর শিশুদের শরীরে এই বিশেষ ধরনের ডায়াবেটিস বাসা বাঁধলেও যে তার পরিণতি বেশ খারাপের দিকেই যাবে, সেই ইঙ্গিতই দিয়েছেন গবেষকদের দল।                   

তথ্য সূত্র - আইএএনএস