কলকাতা: আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে দশ দিন ব্যাপী গণেশ পুজো (Ganesh Chaturthi 2022)। গোটা দেশের বিভিন্ন অঞ্চল মাতবে সিদ্ধিদাতার আরাধনায়। এইবারের গণেশ পুজো কাটাতে পারেন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে, এই বিশেষ কিছু মন্দিরের পুজো দেখে।
সিদ্ধিবিনায়ক মন্দির (Siddhivinayak Temple), মুম্বই, মহারাষ্ট্র
দেশের অন্যতম জনপ্রিয় গণেশ মন্দির হচ্ছে মুম্বইয়ের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির। গণেশ চতুর্থী উৎসব উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা আসেন এখানে। যদি এই সময়ে সেখানে যেতে চান তাহলে ভক্তদের ভিড় ঠেলে ঠাকুরের দর্শন পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। এই সময়ে গোটা মন্দির চত্ত্বর ফুল ও আলোয় ঝলমল করে।
শ্রীমন্ত দগ্দুশেঠ হলওয়াই গণপতি মন্দির (Shreemant Dagdusheth Halwai Ganpati Temple), পুণে, মহারাষ্ট্র
'দগ্দুশেঠ গণপতি ট্রাস্ট' মহারাষ্ট্রের অন্যতম বৃহত্তম এবং প্রতি বছর এক লক্ষেরও বেশি তীর্থযাত্রীকে স্বাগত জানায়। মন্দির কর্তৃপক্ষের মতে এই স্থানের সঙ্গে বিশেষ ইতিহাস জড়িয়ে আছে। এই মন্দির তাঁর নিখুঁত কারুকার্য ও সোনার গণেশ মূর্তির জন্য বিখ্যাত। শ্রী দগ্দুশেঠ হলওয়াই ও তাঁর স্ত্রী লক্ষ্মীবাঈ এই মন্দির তৈরি করেন যখন প্লেগ অতিমারীতে তাঁদের ছেলে মারা যায়।
উচ্চি পিল্লায়াপ কইল মন্দির (Ucchi Pillayar Koil Temple), তিরুচিরাপল্লি, তামিলনাড়ু
সপ্তম শতাব্দীতে তৈরি চোখ ধাঁধানো মন্দির। কাবেরী নদীর ধারে তিরুচিরাপল্লি শহরে এক পাহাড়ের শিখরে তৈরি। হিন্দু ধর্ম অনুযায়ী, রাবণের ভাই, বিভীষণের থেকে পালিয়ে গণেশ এসে রকফোর্টেই আশ্রয় নেয়, রঙ্গনাথাস্বামীর মূর্তির তৈরির পর। শোনা যায়, পরবর্তীকালে রাবণকে পরাজিত করে সেই মূর্তি রামচন্দ্র বিভীষণকে উপহার দেন।
আরও পড়ুন: Ganesh Chaturthi 2022 দক্ষিণ দিকে মুখ করে রাখবেন না গণেশ মূর্তি, কোথায় প্রতিমা প্রতিষ্ঠা করা শুভ?
শ্রী দোদ্দা গণপতি মন্দির (Sri Dodda Ganapathi Temple), বেঙ্গালুরু, কর্ণাটক
বাসবানাগুড়ির বুল টেম্পল রোডে এই মন্দির অবস্থিত। এখানে গণেশের বিগ্রহের উচ্চতা ১৮ ফুট, চওড়ায় ১৬ ফুট। গণেশ চতুর্থীর সময়ে এই মন্দির সুন্দর করে সেজে ওঠে। ভক্ত সমাগম হয় প্রচুর।
আদি বিনায়ক মন্দির (Adi Vinayaka Temple), তামিলনাড়ু
আদি বিনায়ক হল ভগবান গণেশ (বিনায়ক)-এর একটি রূপ, যেখানে তাঁর পিতা শিব শিরচ্ছেদ করার আগে একটি মানুষের মাথা দিয়ে হিন্দু দেবতাকে চিত্রিত করা হয়েছে। এই মূর্তি খুব কমই পুজো করা হয়। এই রূপে গণেশের হাতে রয়েছে একটি কুড়ুল, একটি দড়ি, একটি মোদক ও একটি পদ্ম।