Govardhan Puja 2021: দীপাবলির পরের দিন গোবর্ধন বা অন্নকূট পুজোর বিধান রয়েছে। কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথির দিনে গোবর্ধন পুজো (Govardhan Puja) করা হয়। এই হিসেবে এ বছর ৫ নভেম্বর অর্থাৎ আজ  এই উৎসব। এই দিনটিতে বাড়িতে গৃহপালিত পশু, গরু-বাছুর ইত্যাদির পুজো করা হয়।  গোবর্ধন পুজো অন্নকূট নামেও পরিচিত। এই দিন ভগবান কৃষ্ণকে ৫৬ ভোগ নিবেদন করা হয়। এই প্রক্রিয়াকেই অন্নকূট বলা হয়ে থাকে। দেখে নেওয়া যাক গোবর্ধন পুজোর তিথি, শুভ মুহূর্ত ও পৌরাণিক কাহিনী ও ৫৬ ভোগ সম্পর্কে। 



গোবর্ধন পুজোর মূহূর্ত (Govardhan Puja Muhurat 2021)


উল্লেখ্য, ভগবান গোবর্ধনের পুজো সকালে করা হয়। এই দিন সকাল গরুর গোবর দিয়ে গোবর্ধন পর্বত তৈরি করা হয়।  এরপর সেখানে প্রণাম করে অন্ন, মিষ্টান্ন ইত্যাদি ভোগ নিবেদন করা হয়। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, ৫ নভেম্বর শুক্রবার প্রতিপদ তিথি ভোর ০২ টো বেজে ৪৪ মিনিটে শুরু হয়েছে এবং শেষ হবে রাত্রি ১১ টা বেজে ১৪ মিনিটে। 


গোবর্ধন পুজো শুভ মূহূর্ত (Govardhan Puja Shubh Muhurat 2021)


পুজা মূহূর্ত- সকাল ৬ টা ৩৬ মিনিট থেকে সকাল ৮ টা ৪৭ মিনিট- ২ ঘণ্টা ১১ মিনিট।  সন্ধের শুভ মূহূর্ত- দুপুর ৩ টে ২২ মিনিট থেকে সন্ধে ৫ টা ৩৩ মিনিট পর্যন্ত- ০২ ঘণ্টা ১১ মিনিট। 



পৌরাণিক কাহিনী  (Govardhan Katha 2021)


ধর্মীয় কাহিনী অনুসারে, গোবর্ধন পুজোর দিন ভগবান শ্রীকৃষ্ণ গোকুলবাসীদের ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করতে কড়ে আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিলেন। ওই পর্বতের নিচে আশ্রয় নিয়ে সমস্ত গোকুলবাসীর প্রাণরক্ষা হয়েছিল। এই দিন গিরিরাজকে ৫৬ ভোগ নিবেদন করা হয়। পুণ্যার্থীদের কাছে এই পুজোর গুরুত্ব অপরিসীম। 


ছাপান্ন ভোগ


 ভক্ত (ভাত) ,স্যুপ (ডাল), ,প্রলেহ (চাটনি) , সাদিকা (তরকারি) , দধি-শাকের তরকারি, শিখারিণী, শরবত , বলকা (বাটি), মোরব্বা,  চিনির মিষ্টান্ন, বড়া, মধুযুক্ত মিষ্টান্ন,  পুরী, মালপোয়া, জিলিপি, পায়েস, মোহনভোগ, ফল, তাম্বুলের মতো ৫৬ ভোগ নিবেদন করা হয়।