Happy Guru Purnima 2021 Wishes: যিনি জীবনের সকল অন্ধকার দূর করে আলোর সন্ধান দেন, জীবনের গুরু তিনিই। সব সংশয় কাটিয়ে নতুন পথের দিশা দেখানো সেই গুরুদের আজ শ্রদ্ধার্ঘ নিবেদন করুন মনের ভক্তি ও বার্তা দিয়ে।
হিন্দু ও বৌদ্ধ ধর্মে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দুমতে এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম। এই বিশেষ দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। অন্যদিকে, বৌদ্ধ ধর্ম মতে, বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ।
যে শ্লোকের মাধ্যমে গুরু পূর্ণিমাতে গুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় তা হল "গুরুব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ"। অর্থাৎ জীবনে গুরুই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তিনিই আমাদের সৃষ্টি, স্থিতি, লয়ের পরম ব্রহ্মজ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম।"
মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা থেকে পরম করুণাময়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন আজ। বিশেষ বার্তায় তাঁদের পাঠান শুভেচ্ছা বার্তা। যেমন-
অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
অখন্ড-মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।
তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ
জীবনের প্রতিটি ধাপে, আমায় শিক্ষা ও জ্ঞান দান করেছেন আপনি। অনেক শুভ কামনা এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে।
অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছে যে গুরু, আজ শুভ তিথিতে পূর্ণিমার পুণ্য লগ্নে জানাই শুভেচ্ছা ও প্রণাম।
জীবনে গুরুর স্থান সবকিছুর উর্ধে। গুরু পূর্ণিমায় আমার গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
যাঁরা জীবন চিনিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জানাই গুরু পূর্ণিমায় প্রণাম।
আপনাদের আশীর্বাদ ও শিক্ষার আলো থাকলে জীবনে অন্ধকারের কোনও স্থান থাকবে না। শুভ গুরু পূর্ণিমা। প্রণাম নেবেন।
আজ কৃতজ্ঞ ও নম্র থাকার দিন। আমার জীবন সার্থক করার জন্য ধন্যবাদ। গুরু পূর্ণিমার প্রণাম ও শুভেচ্ছা।
"আমার মাথা নত করে দাও হে তোমার চরণধূলার পরে"। গুরু পূর্ণিমায় সশ্রদ্ধ প্রণাম।
আমাকে নিজের প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছেন। শিখিয়েছেন সাহসী, আত্মবিশ্বাসী হতে। আজ শুভ দিনে আমার প্রণাম রইল।
তাঁর সামনে মাথা নত করছি, যে আমাকে জীবনের সঠিক পথে শিক্ষা দিয়েছে এবং সেই পথে চলার অনুপ্রেরণা জাগিয়েছে। শুভ গুরু পূর্ণিমা।