Dates Soaked in Water: ন্যাচারাল সুইটনার হিসেবে অনেকেই চিনির পরিবর্তে মধু, গুড় এগুলি খেয়ে থাকেন। এই তালিকায় রাখতে পারেন খেজুরও। তবে কীভাবে খেজুর খেলে উপকার সবচেয়ে বেশি, তা জেনে নেওয়া যাক। খেজুর জলে ভিজিয়ে রেখে, সেটা খেলে উপকার পাবেন। তবে জলে ভেজানো খেজুর খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া সম্ভব। 


খালি পেটে জলে ভেজানো খেজুর খেলে কী কী উপকার পাবেন দেখে নিন 



  • সকালে খালি পেটে জলে ভিজিয়ে রাখা খেজুর খেলে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগারের মাত্রা। তাই ডায়াবেটিস থাকলে জলে ভিজিয়ে রাখা খেজুর খেতে পারেন খালি পেটে। 

  • জলে ভেজানো খেজুর খালি পেটে খেলে সারাদিন ভরপুর এনার্জি পাবেন আপনি। সারাদিন চাঙ্গা থাকবেন। কাজে এনার্জি পাবেন। অল্প পরিশ্রমেই হাঁপিয়ে উঠবেন না। সহজে ক্লান্ত হবেন না আপনি। 

  • খেজুর খাওয়া হার্টের পক্ষে ভাল। খেজুরে ফ্যাটের পরিমাণ খুবই কম। তাই এই ড্রাই ফ্রুটস খেলে ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য। 

  • কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে জলে ভেজানো খেজুর। তাই এই উপকরণ খালি পেটে খেলে ভাল থাকবে আপনার হার্ট। 

  • ব্লাড সুগারের পাশাপাশি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে খালি পেটে জলে ভেজানো খেজুর খাওয়ার অভ্যাস। তাই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে জলে ভেজানো খেজুর খালি পেটে খেলে উপকার পাবেন অবশ্যই।  

  • এনার্জি বুস্টার হিসেবে খেজুরের জুড়ি মেলা ভার। রোজ দু-তিনটে খেজুর খেতেই পারেন আপনি। তবে বেশি খেজুর খেলে পেটের সমস্যা হতে পারে। পেটে ব্যথা অনুভব করতে পারেন আপনি। 

  • খালি পেটে জলের ভেজানো খেজুর খেতে পারলে সবচেয়ে বেশি এনার্জি পাবেন আপনি। যাঁদের সারাদিন ঝিমানি লাগে তাঁরা খেতে পারেন এই খাবার। 

  • খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ড্রাই ফ্রুট জলে ভিজিয়ে খেলে খাবার হজম করার শক্তি বাড়বে। 

  • খালি পেটে জলে ভেজানো খেজুর খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যাও দূর করবে জলে ভেজানো খেজুর। 

  • সকালবেলায় খালি পেটে জলে ভেজানো খেজুর খেলে আপনি প্রচুর পরিমাণে পুষ্টি পাবেন। 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।