কলকাতা : মধুমেহ বা ডায়াবেটিস। সায়লেন্ট কিলার। কখন ঠিক রক্তে শর্করার মাত্রা বেড়ে গেন বোঝা ভারী মুশকিল। যখন ধরা পড়ল, দেখা গেল রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের অনেক উপরে। অনেকে আবার মনে করেন, ডায়াবেটিসের কারণ বোধ হয় মিষ্টি খাওয়া। সেই ভাবনা থেকে অনেকেই মনে করেন, তিনি তো মিষ্টি খান না, তাই তাঁর ব্লাড সুগারের মাত্রা বাড়বে না। ভুল ধারণা। ডায়াবেটিস রোগীদের মিষ্টি খেলে সুগার বাড়ে ঠিক কথা, কিন্তু মিষ্টি খাওয়ার জন্য কাউকে ডায়াবেটিসে ধরে না। কিন্তু কয়েকটি লক্ষণ দেখে নিতে হবে , যা সরাসরি ইঙ্গিত করে ব্লাড সুগার বাড়ার (hyperglycemia) । চিকিৎসকরা বলেন - 



  • সুগারের মাত্রা বেড়ে গেলে তা কিডনিতে চাপ পড়ে। বারবার প্রস্রাব পেতে পারে। 

  • অল্পতেই হাঁপিয়ে ওঠার প্রবণতা আসে। 

  • ব্লাড সুগার বেশি হলে ডিহাইড্রেশনের সমস্যা বাড়তে পারে।

  • খিদে সহ্য করতে না পারা ডায়াবেটিসের আরও এক লক্ষণ। 

  • হাত ও পায়ের আঙুল বা পুরো হাত অবশ হয়ে যাওয়া।  মারাত্মক পর্যায়ের চলে গেলে এই লক্ষণ আসতে পারে। 

  • দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যাওয়া

  • হঠাৎ-হঠাৎ গা-গোলানো ও বমি পাওয়া

  • হাঁপিয়ে ওঠা 

  • পেটে ব্যথা করা বা মোচড় দেওয়া 

  • বুক ধড়ফড় করা 

  • প্রস্রাবে দুর্গন্ধ 

    কিছু কিছু ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে সমস্যা বাড়ে যাকে বলা হয় Low blood sugar বা hypoglycemia। 


    • বেশি খিদে পাওয়া 

    • গলা শুকিয়ে যাওয়া 

    • মাথা ঝিমঝিম করা 

    • মাথা ঘোরা 

    • ঘাম হওয়া 

    • শরীর অস্থির করে

    • মাথা ঘোরে

    • বুকের ভিতর চাপ লাগে । 
      রোগী অজ্ঞান হয়ে যেতে পারে

    • মৃত্যু পর্যন্ত হতে পারে। 

    • কোমায় চলে যেতে পারে রোগী। (Diabetic Coma )